যেসব কারণে আইপিএলে দল পেলেন না সাকিব

Shakib Al Hasan
আইপিএলে দল না পাওয়া সাকিবের জন্য হতাশার। ছবি: ফিরোজ আহমেদ

গত আসরে যা পারফরম্যান্স তাতে এবার আইপিএলে সাকিব আল হাসানের দল পাওয়া ছিল কঠিন। তবে এই আসর থেকে দুটি দল বেড়ে যাওয়ায় একটা আশা ছিল তার। দুদিন ব্যাপী চলা আইপিএলের নিলামে দুই দফায় নাম উঠলেও হতাশ হতে হয়েছে বাংলাদেশের শীর্ষ তারকাকে।

আইপিএলে এমনিতে বাংলাদেশি ক্রিকেটারদের কদর বরাবরই কম। টি-টোয়েন্টির পারফরম্যন্স দিয়েই যে এখনো সেভাবে বিশ্ব ক্রিকেটের জায়গা করে নিতে পারেননি তারা। এখানে সাকিব ছিলেন ব্যতিক্রম। পরে তাতে যোগ দেন মোস্তাফিজুর রহমানও।  ক্যারিয়ারের শুরুতে ২০০৯ ও ২০১০ সালে প্রথম দুবার নিলামে অবিক্রিত ছিলেন সাকিব। এরপর একবার নিষেধাজ্ঞা আর একবার জাতীয় ব্যস্ততা ছাড়া খেলেছেন নিয়মিত।

বড় তারকা হওয়ার পর এবারই প্রথম নিলাম থেকে হতাশ হতে হলো সাকিবকে। এমনিতে আইপিএলে অনেক বড় তারকাই দল পান না। এবার যেমন স্টিভেন স্মিথ, সুরেশ রায়না, ওয়েন মরগ্যান, অ্যারন ফিঞ্চদের মতো তারকাদের নিতে আগ্রহী হয়নি কেউ। সাকিবের দল না পাওয়া সে তুলনায় বড় কিছু নয়।

তবে বাংলাদেশের জন্য তার দল না পাওয়া হয়েছে বড়। এবার আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তাই মোস্তাফিজ । ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

সাকিবের দল না পাওয়ার কারণ

সাকিবের এবার দল না পাওয়ার মূল কারণ গত আসরের পারফরম্যান্স। নিষেধাজ্ঞা থেকে ফেরার পরের আসরে পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই করে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দলটির হয়ে প্রত্যাশার ধারেকাছেও ছিল না তার পারফরম্যান্স। ৮ ম্যাচ খেলে মাত্র ৯.৪০ গড় ও কেবল ৯৭.৯১ স্ট্রাইক রেটে করেন কেবল ৪৭ রান। বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।

সাকিবকে মূলত আইপিএলে বিবেচনা করা হয় বোলিং অলরাউন্ডার হিসেবে। তার বোলিং কিছুটা ধারহীন হয়ে যাওয়ায় কদর কমে গেছে। সাকিবের জায়গায় ভারতীয় স্থানীয় স্পিনারদের দিয়ে কাজ চালিয়ে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে চেয়েছে দলগুলো।

সাকিবের দল না পাওয়ার পেছনে আরেকটি কারণ হতে পারে শ্রীলঙ্কা সিরিজ। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের সময়টায় তিনি নিজেকে আইপিএলের জন্য ফাঁকা রেখেছিলেন। কিন্তু মে মাসে আইপিএলের শেষ দিকটায় ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেকে ব্যস্ত রেখেছিলেন সাকিব। আইপিএলের শেষ দিকের কয়টা ম্যাচ তাকে পাওয়া যেত না। তবে এসব হিসেব করলে শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা, চামিকা করুনারত্নের তো দল পাওয়ার কথা না। বাংলাদেশের তো টেস্ট খেলতে আসবেন তারা। তবু আইপিএলে পেয়েছেন দল।

৮ কোটি টাকা দিয়ে জোফরা আর্চারকে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি চোটে থাকায় এই মৌসুমে এক ম্যাচও খেলতে পারবেন না। কিন্তু পরের মৌসুমের জন্য তাকে জমা রাখল। এসব ইম্পেক্ট বিবেচনায় আসতে পারেননি আসলে সাকিব। 

স্টার স্পোর্টসের বিশ্লেষণ পর্বে ধারাভাষ্যকার আকাশ চোপড়াও জানালেন এই দুই কারণের কথা,  'সাকিবকে কত সময়ের জন্য পাওয়া যাবে তা নিশ্চিত নয়। এটা একটা কারণ হতে পারে। তবে আরেকটি বড় ব্যাপার হলো অনেক ভাল অলরাউন্ডার হলেও আইপিএলে তার পরিসংখ্যান কিন্তু সাদামটা, এবার বিপিএলে ভালো করলেও আসলে সেটার প্রভাব ছিল না।'

Comments

The Daily Star  | English

Awami League should be punished as a party: Fakhrul

He made the remarks after visiting a BNP man undergoing treatment at National Institute of Neurosciences and Hospital

1h ago