যে রেকর্ডে পাকিস্তানের ঠিক পরেই আছে উগান্ডা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারলেও বছরজুড়ে দারুণ ধারাবাহিক থাকার ফল পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জেতার রেকর্ড গড়েছে তারা। তবে তাদের ঠিক পরের নামটিই বেশ বিস্ময়কর- উগান্ডা!
সোমবার ওয়েস্ট ইন্ডিজকে ৬৩ রানে হারানো পরই রেকর্ড বইয়ে নতুন করে নাম উঠে পাকিস্তানের। ২০১৮ সালে তাদেরই গড়া এক বছরে ১৭ জয়ের রেকর্ড ছাড়িয়ে যায় বাবর আজমের দল। তবে চলতি বছরে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছে পাকিস্তান। সোমবারের ম্যাচ দিতে তারা বাংলাদেশের সমান ২৭ ম্যাচ খেলেছে। এই মাসে আছে আরও দুই ম্যাচ। তাতে ম্যাচ ও জয় সংখ্যা আরও বাড়ানোর সুযোগ বাবরদের।
বছরে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডের পাকিস্তানের ঠিক পরেই আছে উগান্ডা। চলতি বছর ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি জিতেছে তারা। আফ্রিকার দেশটির জয়গুলো অবশ্য এসেছে ঘানা, সিশেলস, নাইজেরিয়া, লেসোথো, সোয়াজিল্যান্ড, রুয়ান্ডা, তাঞ্জানিয়ার বিপক্ষে। তবে যেহেতু তাদেরও আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা আছে উগান্ডার রেকর্ডও তারা তাই একই তালিকায় থাকছে।
Comments