'রমিজ পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দেবেন'

ছবি: রয়টার্স

কিশোরদের জন্য আয়োজিত হতে যাওয়া পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) নিয়ে তোপের মুখে পড়লেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। কড়া সুরে তার সিদ্ধান্তের নিন্দা করলেন দলটির হয়ে ৫ টেস্ট ও ২ ওয়ানডে খেলা সাবেক পেসার তানভীর আহমেদ।

পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য পিজেএল হবে একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসর। বয়সভিত্তিক পর্যায়ে খেলাদের নিয়ে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে পিসিবি। প্রতিযোগিতাটিকে জুনিয়র পিএসএল হিসেবেও উল্লেখ করা হচ্ছে।

জুনিয়র লিগে ছয়টি দল অংশ নেবে এবং মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের অক্টোবরে প্রতিযোগিতার উদ্বোধনী আসর মাঠে গড়াবে বলে নিশ্চিত করেছে পিসিবি। পিসিবি জুনিয়র লিগকে দেশের উদীয়মান প্রতিভা খুঁজে বের করার একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। পাশাপাশি এটি বোর্ডের জন্য একটি নতুন আয়ের উৎসও হবে।

জুনিয়র পিএসএলের ধারণা অবশ্য পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের কাছে ভালো মনে হয়নি। তাদের মধ্যে আছেন প্রাক্তন পেসার তানভীর। তিনি বিশ্বাস করেন যে টি-টোয়েন্টি ক্রিকেট তরুণদের শেখার জন্য আদর্শ মঞ্চ নয় এবং তাদেরকে প্রথমে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে মনোনিবেশ করতে হবে।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভিকে তানভীর বলেছেন, 'জুনিয়র পিএসএল আয়োজনের পরিবর্তে চেয়ারম্যানের (রমিজ) উচিত ছিল দুই দিন বা তিন দিনের প্রতিযোগিতা আয়োজনের দিকে মনোনিবেশ করা। এমন সিদ্ধান্তের মাধ্যমে তিনি পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করতে চলেছেন। তরুণরা মনে করবে যে তাদের দীর্ঘ সংস্করণের ক্রিকেট খেলতে হবে না এবং পরিবর্তে কেবল ছক্কা মারার দিকে মনোনিবেশ করতে হবে।'

তিনি যোগ করেছেন, 'এই মানসিকতা শুধুমাত্র অনূর্ধ্ব-১৯ ক্রিকেটই নয়, অনূর্ধ্ব-১৩ ক্রিকেট এবং খেলোয়াড়দের পরিবারকেও প্রভাবিত করবে। কারণ, এখানে অর্থ জড়িত রয়েছে। সারা বিশ্বের মানুষ বলছে যে টেস্ট ক্রিকেটকে ধ্বংস করেছে টি-টোয়েন্টি ক্রিকেট। কিন্তু আমাদের চেয়ারম্যান জুনিয়র পিএসএল আয়োজনের চেষ্টা করছেন।'

পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটও রমিজের জুনিয়র লিগ আয়োজনের পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে এই ধরনের প্রতিযোগিতা তরুণদেরকে ক্রিকেটের সঙ্গে সঠিকভাবে পরিচিত হতে সাহায্য করবে না। দীর্ঘমেয়াদে তাদের ফিটনেসকেও এটি নেতিবাচকভাবে প্রভাবিত করবে বলে শঙ্কা প্রকাশ করেছিলেন সালমান।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

3h ago