রোববার শুরু জাতীয় ক্রিকেট লিগ

দুই রাউন্ড হওয়ার পর করোনাভাইরাসের হানায় গত বছর স্থগিত হয়ে গিয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। ওই আসর পুনরায় আর মাঠে গড়াচ্ছে না। এনসিএলের নতুন একটি আসর দিয়ে লম্বা সময় পর আবার ফিরছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট।
দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর এনসিএল শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিযোগিতার ২২তম আসরের উদ্বোধনী দিনে মাঠে গড়াচ্ছে চারটি ম্যাচ।
এনসিএলের দুই স্তরে অংশগ্রহণ করবে মোট আটটি দল। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগ এবং ঢাকা মেট্রো।
চারটি ভেন্যুতে একযোগে শুরু হচ্ছে এনসিএল। সিলেট একাডেমি মাঠে স্বাগতিক সিলেট আতিথেয়তা দেবে ঢাকা বিভাগকে। পাশেই অবস্থিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে খুলনা ও রংপুর বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ মুখোমুখি হবে। আর কক্সবাজার একাডেমি মাঠে খেলবে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
বরাবরের মতো এবারও প্রতিটি দল নিজের স্তরের অপর তিনটি দলের মুখোমুখি হবে দুবার করে। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে উত্তীর্ণ হবে প্রথম স্তরে। আর প্রথম স্তরের পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল নেমে যাবে দ্বিতীয় স্তরে।
Comments