শেষ টেস্টের দলে ফিরলেন বাটলার, লিচ

পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ভারতের বিপক্ষে শেষ টেস্টের জন্য ইংল্যান্ড দলে ফিরেছেন জস বাটলার। ফেরানো হয়েছে ৬ মাস আগে সবশেষ টেস্ট খেলা বাঁহাতি স্পিনার জ্যাক লিচকেও।
প্রথম তিন টেস্ট খেলার পর দ্বিতীয় সন্তানের আগমন উপলক্ষে চতুর্থ টেস্ট থেকে ছুটি নেন ইংলিশ কিপার-ব্যাটসম্যান বাটলার। মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে অনুমিতভাবেই ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি।
ভারত সফরে আহমেদাবাদে নিজের সবশেষ টেস্ট খেলেছিলেন লিচ। স্পিন শক্তি বাড়াতে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের স্কোয়াডে নেওয়া হলো তাকে।
আগের দিন ভারতের বিপক্ষে ওভালে চতুর্থ টেস্টে ১৫৭ রানে হারে স্বাগতিক ইংল্যান্ড। এতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সফরকারীরা এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। সিরিজ জেতার আশা নিভে যাওয়া জো রুটের দলের সামনে শেষ টেস্টে সমতায় ফেরার সুযোগ। তবে টেস্ট ড্র করলেই সিরিজ জিতে যাবে বিরাট কোহলিরা।
আগামী ১০ সেপ্টেম্বর ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পঞ্চম ও শেষ টেস্ট।
পঞ্চম টেস্টের ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, রোরি বার্নস, জস বাটলার, স্যাম কারান, হাসিব হামিদ, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডাভিড মালান, ক্রেইগ ওভারটন, অলি পোপ, অলি রবিনসন, ক্রিস ওকস, মার্ক উড।
Comments