সহায়ক কন্ডিশনে জ্বলে উঠতে চান অ্যাগার

ashton agar
ছবি: টুইটার

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের প্রায় এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়ার কোন দলেই জায়গা থিতু হয়নি অ্যাস্টন অ্যাগারের। এবার সেই মিশন তার। বাংলাদেশে টি-টোয়েন্টিতে ঝলক দেখিয়ে নিজের দাবিটা জানাতে চান তিনি। এমনকি টেস্ট দলেও ফেরার স্বপ্ন এই বাঁহাতি স্পিনারের।

অস্ট্রেলিয়ার সর্বশেষ বাংলাদেশ সফরের দলেও ছিলেন অ্যাগার। ২০১৭ সালে দুই টেস্টের সিরিজ খেলতে এসেছিল অজিরা। দুই টেস্টের একাদশেই ছিলেন তিনি। দুই টেস্ট মিলিয়ে পেয়েছিলেন ৭ উইকেট। এরপর আর টেস্ট খেলা হয়নি। সব মিলিয়েই ৪ টেস্ট, ১৫ ওয়ানডে আর ৩৪ টি-টোয়েন্টির ক্যারিয়ার।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাতকারে ২৭ বছর বয়েসি স্পিনার জানান, ওই সফরের পর থেকে অনেক কিছু শিখেছেন তিনি।

বাংলাদেশে ভালো করার ক্ষেত্রে এখানকার সহায়ক কন্ডিশন বেশ কাজে দিবে বলেও মনে করেন অ্যাগার, 'আমি আরেকটু সাহস নিয়ে খেলতে নামব এবং ভিন্ন কিছু করার চেষ্টা করব। কারণ যখন (স্পিন) সহায়ক কন্ডিশনে খেলা হয় তখন মাথায় কোন নতুন আইডিয়া আসলে সেটা করার সাহস পাওয়া যায়।'

আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে উপমহাদেশে অস্ট্রেলিয়ার তিনটি সফর আছে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে নিশ্চিতভাবেই স্পিন হয়ে উঠতে পারে বড় ফ্যাক্টর। ন্যাথান লায়ন, মিচেল  সোয়েপসনের পাশাপাশি বাড়তি স্পিনার রাখতে পারে অজিরা। তাই কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাকা করাই নয়, টেস্ট দলে ফেরার চিন্তাও উঁকি দিচ্ছে তার মনে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অবশ্য কেবল দুটি ম্যাচই খেলতে দেখা গেছে অ্যাগারকে। শেষ ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।

শেষ ওয়ানডেতেও সুযোগ পেয়ে বেশ ভালো বল করে অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখেন তিনি। ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও জায়গা পাওয়া কিছুটা কঠিন। বাংলাদেশ স্কোয়াডে বাঁহাতি ব্যাটসম্যানদের আধিক্য অ্যাগারকে আশার খবর দিচ্ছে না। তবে সুযোগ পেলে উইকেটের সহায়তা আর নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেরাটা দিতে মুখিয়ে তিনি।

৩ অগাস্ট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago