'সাকিব জুয়া খেললে সেটাতে সফল হয়ে যায়'

নিঃসন্দেহে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়ায় বিপিএলে আরও একবার প্রমাণ করেছেন নিজেকে। ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন এ অলরাউন্ডার। অনেক ম্যাচেই বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়ে জিতিয়ে দিয়েছেন দলকে। সাকিবের এমন সাহস দেখে রীতিমতো মুগ্ধ বরিশালের প্রধান কোচ ও বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই মাঝারী পুঁজি গড়ে লড়াই করেছে বরিশাল। বোলারদের সঠিক ব্যবহার করে তাই নিয়েই দলকে জয় এনে দিয়েছেন সাকিব। তবে সিলেট সানরাইজার্সের বিপক্ষে এক ম্যাচে প্রায় দুইশ (১৯৯) করেছিল দলটি। কিন্তু উইকেট ভালো থাকায় সে রান তাড়ায় হয়ে যাচ্ছিল। তখন হঠাৎ পার্টটাইম বোলার নাজমুল হোসেন শান্তকে এনে ম্যাচের পরিস্থিতি বদলে দেন সাকিব। সে ওভারে ২ রান খরচ করে ২টি উইকেট নেন শান্ত।
এমন উদাহরণ রয়েছে আরও। পার্ট টাইম বোলারদের মাঝে মধ্যেই এনে ম্যাচের মোর ঘুরিয়েছেন। তেমনি টানা চার ওভার দলের সেরা দুই বোলারকেও বল করিয়ে ম্যাচ ঘুড়িয়ে দিয়েছেন সাকিব। আর দলের কোচ হওয়ায় বিষয়গুলো খুব সামনে থেকেই দেখেছেন সুজন। যে কোনো ধরণের সাহসী সিদ্ধান্তে সফল হয়ে যান সাকিব। এ কারণেই সুজন বলেন, 'সাকিবের মধ্যে কোথাও একটা এক্স ফ্যাক্টর আছে, জুয়া খেললে সেটাতে সফল হয়ে যায়। ওর মধ্যে যে ইতিবাচক দিক, হিসেবের ব্যাপারগুলো থাকে এটা অসাধারণ।'
সবমিলিয়ে সাকিবের নেতৃত্ব বাংলাদেশ জাতীয় দল মিস করছি কি না জানতে চাইলে বলেন, 'অবশ্যই। আমি মনে করি, সাকিব ভালো অধিনায়ক। তবে এখন যারা আছে তারা যে খারাপ তাও না। মাহমুদউল্লাহ অধিনায়ক হিসেবে ভালো। তামিমেরও ক্রিকেট নলেজ খুবই ভালো আছে। সাকিব হয়তো খুব ভালো করছে। এই টুর্নামেন্টটা তো আমি খুব কাছ থেকে দেখেছি, আমি জানি। বরিশালকে যেভাবে নেতৃত্ব দিয়েছে, ১৪৩-১৪৫ রান ডিফেন্ড করা সহজ কাজ নয়। আমরা সাত ম্যাচ এক টানা জিতেছি। একটা ম্যাচে দুইশ রান করেও হারতে গিয়েছিলাম, সেখানে শান্তর একটা ওভার ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। কয়টা অধিনায়ক শান্তকে দিয়ে ওই সময়ে বোলিং করানোর এই সাহসটা পাবে? সাকিব ক্লাস অধিনায়ক।'
বর্তমানে বাংলাদেশ দলের তিন সংস্করণে তিন জন নেতৃত্ব দিচ্ছেন। যার কোনো সংস্করণেই নেই সাকিব। ওয়ানডেতে তামিম ইকবাল, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ ও টেস্টে মুমিনুল হক বাংলাদেশ দলের অধিনায়ক। তাদেরকে দল গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতেই আপাতত সাকিবকে নেতৃত্বে আনার ইচ্ছা নেই বলেই জানান সুজন, 'প্রতিটি অধিনায়কের সঙ্গে বিসিবির কোনো কমিটমেন্ট আছে অবশ্যই। তখন হয়তো লম্বা সময়ের কথা হয়েছিল। আপনি কীভাবে তামিমকে বঞ্চিত করবেন? তামিম যে খারাপ করছে তা তো না। ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে। তাজিমের যে গেইম সেন্স নাই তা তো না। তাজিমের ক্রিকেট নলেজ খুবই ভালো। টি-টোয়েন্টিতে সে অধিনায়কত্ব করে না। বিপিএলে মাহমুদউল্লাহ করেছে। সে যে খারাপ অধিনায়ক আপনি এটাও বলতে পারবেন না। আমাদের টি-টোয়েন্টি দল যেমন, আপনি মাহমুদউল্লাহর উপর দোষ চাপিয়ে দিতে পারবেন না।'
Comments