সাফল্যের আলোয় উদ্ভাসিত টেস্ট অধিনায়ক কোহলি

Virat Kohli
ছবি: এএফপি

নিজ থেকে ছেড়েছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব। পরে তাকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও। সবশেষে আচমকা টেস্ট দলের অধিনায়কের পদ ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। তিনি পেছনে রেখে গেছেন অর্জন আর সাফল্যের সমৃদ্ধ ঝুলি, যা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটীয় ইতিহাসের পাতায়।

সীমিত ওভারের ক্রিকেটে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। তবে টেস্টে তার নেতৃত্ব নিয়ে ছিল না কোনো প্রশ্ন। এই সংস্করণে ভারতের ইতিহাসের সফলতম অধিনায়ক তিনি। তাই দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হারের পর হঠাৎ করে তার নেতৃত্ব ছাড়ার ঘোষণা জাগিয়েছে বিস্ময়।

আগের দিন শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের স্বীকৃত অ্যাকাউন্ট থেকে দেওয়া বিবৃতিতে কোহলি জানান, 'একটা পর্যায়ে এসে সব কিছুই একদিন থেমে যায়। ভারতের হয়ে আমার টেস্ট অধিনায়কত্বের ক্ষেত্রেও এখন তাই হলো। দীর্ঘ পথচলায় অনেক সাফল্য ছিল, কিছু ব্যর্থতাও ছিল। কিন্তু কখনোই নিবেদনের কোনো ঘাটতি ছিল না। আমি বরাবরই ১২০ শতাংশের বেশি দিয়ে চেষ্টা করে গেছি।'

টেস্ট অধিনায়ক হিসেবে সাত বছরের পথচলায় কোহলির অর্জন:

১. ভারতের সর্বকালের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক কোহলি। ৬৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪০টিতেই দলকে জিতিয়েছেন তিনি। দুইয়ে থাকা মহেন্দ্র সিং ধোনি ৬০ টেস্টে অধিনায়কত্ব করে ভারতকে জিতিয়েছিলেন ২৭ ম্যাচে।

২. সব দল মিলিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের তালিকায় চারে আছেন কোহলি। সবার উপরে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১০৯ টেস্টে ৫৩ জয়)। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং দুইয়ে (৭৭ টেস্টে ৪৮ জয়) ও স্টিভ ওয়াহ তিনে (৫৭ টেস্টে ৪১ জয়) রয়েছেন।

৩. কোহলি ২৫টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৮টিতে। তিনি হেরেছেন ছয়টিতে। বাকিটি হয়েছে ড্র।

৪. ঘরের মাটিতে অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজ হারা তো দূরের কথা, ড্রও করেননি কোহলি। তার নেতৃত্বে ১১টি সিরিজের সবকটিতে জিতেছে ভারত। একাধিক সিরিজে নেতৃত্ব দেওয়া ভারতের আর কোনো ক্রিকেটারের নেই এই কীর্তি।

৫. ঘরের মাটিতে ৩১ টেস্টে নেতৃত্ব দিয়ে মাত্র দুটিতে হেরেছেন কোহলি। পাঁচটি হারের বিপরীতে তিনি জিতেছেন ২৪টিতে।

৬. দেশের বাইরে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট ম্যাচ জেতার রেকর্ডও কোহলির। ৩৬ ম্যাচের ১৬টিতে জিতেছেন তিনি। সৌরভ গাঙ্গুলি জিতেছিলেন ২৮ ম্যাচের ১১টিতে।

৭. এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছেন কোহলি। ২০১৮-১৯ মৌসুমে ভারত অজিদের হারিয়েছিল ২-১ ব্যবধানে।

৮. দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে নেতৃত্ব দিয়ে মোট সাতটি টেস্ট জিতেছেন কোহলি। ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি টেস্ট জিতেছিলেন ধোনি। ওই দেশগুলোতে জয়ের তালিকায় এশিয়ার অধিনায়কদের মধ্যেই সবার উপরে আছেন কোহলি। পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও ওয়াসিম আকরাম জিতেছিলেন পাঁচটি করে ম্যাচ।

৯. টেস্ট অধিনায়ক থাকাকালে ২০টি সেঞ্চুরি ও ১৮টি হাফসেঞ্চুরি করেছেন কোহলি। তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল সাবেক প্রোটিয়া দলনেতা স্মিথের। তিনি করেছিলেন ২৫টি সেঞ্চুরি।

১০. সাদা পোশাকে সর্বোচ্চ সাতটি ডাবল সেঞ্চুরি করা অধিনায়ক কোহলি। ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা করেছিলেন পাঁচটি ডাবল সেঞ্চুরি।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

1h ago