হাসারাঙ্গা-চামিরাকে পেয়ে রোমাঞ্চিত কোহলি

Dushmantha Chameera and Wanindu Hasaranga

স্থগিত হওয়ার আগে আইপিএলের আগের অংশে  খেলা অনেকেই নিজেদের দ্বিতীয় অংশ থেকে সরিয়ে নিয়েছেন। সেই ধাক্কায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাচ্ছে না কেইন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, ড্যানিয়েল স্যামসদের। তবে অধিনায়ক বিরাট কোহলি মনে করেন এটা বরং নতুন সম্ভাবনা তৈরি করেছেন। কারণ দলে যোগ দেওয়া দুই শ্রীলঙ্কান ভানিন্দু হাসারাঙ্গা, আর দুশমন্ত চামিরা সেই সামর্থ্যই আছে।

গত এপ্রিলে আইপিএল শুরু হয় ভারতেই। মে মাসে করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যায় মাঝপথে। এবার বাকি খেলাগুলো শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

সামনে বিশ্বকাপ, জৈব সুরক্ষা বলয়ের ধকল মিলিয়ে আগের অংশে খেলা অনেকেই থাকছেন না এবার। বেঙ্গালুরু পাচ্ছে না অজি লেগ স্পিনার জাম্পা, পেসার রিচার্ডসন, স্যামসদের।

শনিবার দলের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠানে কোহলি বলেন, এটা কোন সমস্যাই না বরং নতুন এক সম্ভাবনা,   'দলে কিছু বদল করতে হয়েছে। প্রথম অংশে খেলা রিচার্ডসন ও জাম্পা এই অংশে খেলবে না বলে জানিয়েছে, তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এর বদলে যে দুজনকে নেওয়া হয়েছে তারা এই কন্ডিশনে খুব উপযুক্ত।'

লেগ স্পিনার হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আছেন দুই নম্বরে। ব্যাট হাতেও ঝড় তুলতে পারদর্শী তিনি। পেসার চামিরা সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার অন্যতম ভরসা হয়ে উঠেছেন।

সেরা ফর্মের এই দুজনকে পাওয়াও রোমাঞ্চিত আরসিবি অধিনায়ক,  'ভানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্ত চামিরা সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার হয়ে প্রচুর ক্রিকেট খেলেছে, তারা জানে এসব কন্ডিশনে কীভাবে খেলতে হয়। ওদের অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের কাজে লাগবে।'

'যাদের পাওয়া যাচ্ছে না তাদের নিয়ে আর ভাবছি না। নতুন যারা এসেছে তারা দলে ভিন্ন মাত্রা এনেছে।'

সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এই অংশের খেলা শুরু করবে বেঙ্গালুরু।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

12h ago