৩ উইকেট করে নিয়ে সাকিব-মিরাজের প্রস্তুতি

বেশ কয়েকজন ব্যাটসম্যান রান পাওয়ায় ব্যাটিং প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছিল বাংলাদেশের। টেস্টে নামার আগে বোলাররাও সেরে নিলেন দারুণ প্রস্তুতি। দুই স্পিনার সাকিব আল হাসান আর মেহেদী হাসান মিরাজ পেয়েছে ৩টি করে উইকেট।

রোববার হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে শুরু থেকেই বল করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশকে গুটিয়ে দিয়েছে ২০২ রানে।

ব্যাটিংয়ের মতো বল হাতেও চেনা ছন্দে পাওয়া গেছে সাকিবকে। ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ রান কিছুটা বেশি দিয়েছেন। তবে ৬৪ রানে তিনিও পেয়েছেন ৩ উইকেট।

মূল ম্যাচে পেসারদের ভূমিকা থাকবে বড়।  সেই পেসারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল দেখা গেছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।

রা খুব একটা সুবিধা করতে পারেননি। ১০ ওভার বল করে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তাসকিন। ১১ ওভার বল করে ৩৩ রান দিয়ে তার শিকার ২ উইকেট।

তাসকিন আহমেদ ১০ ওভারে ২০ রানে পেয়েছেন ১ উইকেট। ১০ ওয়ারে ২৫ রানে দিয়ে ১ উইকেট ইবাদতের। আরেক পেসার আবু জায়েদ রাহি ৭ ওভারে ১৪ রান দিলেও কোন উইকেট পাননি।

৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর 

বাংলাদেশ প্রথম ইনিংস: ৯০ ওভারে ৩১৩/২ (ইনিংস ঘোষণা)  (সাদমান ০, সাইফ স্বেচ্ছা অবসর ৬৫*, শান্ত স্বেচ্ছা অবসর ৫২, মুমিনুল ২৯, সাকিব স্বেচ্ছা অবসর ৭৪*, লিটন স্বেচ্ছা অবসর ৩৭*, মাহমুদউল্লাহ ৪০*, মিরাজ ৫* ; টিশুমা ০/১৩, তানাকা ০/২৯, জঙ্গুই  ১/২৩, মেয়ার্স ০/৩৮, মুফুজদা ০/৭৭, কাইয়া ০/৩২, চিপুঙ্গু ১/৩৪, মাধভেরে ০/৩৭, শুম্বা ০/২২)

জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: ৭৪.৫ ওভারে ২০২ ( কাইটানো ৩২, শুম্বা ২, মুডজিঙ্গায়ামা ১৬, মেয়ার্স ১৬, মারুমা ৫৮, কাইয়া ৭, মাধভেরে ২৮, গুম্বি ৬, জঙ্গুই ১০, মুফুদজা ১৫*, চিভাঙ্গা ৯ ; তাসকিন ১/২০, শরিফুল ২/৩৩, জায়েদ ০/১৪, ইবাদত ১/২৫, সাকিব ৩/৩৪, মিরাজ ৩/৬৪, নাঈম ০/১০)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৭.১ ওভারে ২২/০ (তামিম ১৮*, সাদমান ৪* ; টিশুমা ০/১৭, চিভাঙ্গা ০/৫, জঙ্গুই ০/০)

Comments

The Daily Star  | English

How Bangladesh can absorb tariff shock

New US tariffs challenge RMG sector, but global competitive edge holds

3h ago