৫০ ওভারের ম্যাচে একাই ৯ উইকেট শিকার!

৫০ ওভারের ম্যাচ। প্রতিপক্ষের ১০ উইকেটের একটি বাদে সবগুলোই নিলেন বাঁহাতি স্পিনার তন্ময় আহমেদ! চোখ কপালে তুলে দেওয়ার মতো এমন বোলিং তিনি করেছেন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে।
বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৯ উইকেট নিয়ে আলোচনার খোরাক হয়েছেন তন্ময়। আসরের সুপার লিগের ম্যাচে তিনি একাই ধসিয়ে দেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট দলকে।
৭.৩ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেনসহ মাত্র ১৮ রান খরচায় ৯ উইকেট নেন তন্ময়। বিরল কীর্তির পথে হ্যাটট্রিক করার মতো আরও একটি বিরল অর্জনের স্বাদ নেন তিনি। তার ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়া পুলিশ পারেনি কোনো প্রতিরোধই গড়তে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০.৩ ওভারে মাত্র ৪৪ রানে গুটিয়ে যায় পুলিশ। জবাবে কেবল ১২.৩ ওভার খেলেই ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে ৯ উইকেটের বিশাল জয় পায় ওয়ান্ডারার্স।
অবধারিতভাবেই তন্ময়ের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। তবে কোনো পর্যায়ের স্বীকৃত ম্যাচ না হওয়ায় তার এই কৃতিত্ব স্থান পাচ্ছে না ক্রিকেটীয় রেকর্ডের তালিকায়।
Comments