অবসর নিতে বাধ্য হতে পারেন রামোস

একের পর এক চোটে পড়ছেন পিএসজির স্প্যানিশ ডিফেন্ডার সের্জিও রামোস। এক ম্যাচ মাঠে থাকলে ছিটকে যাচ্ছেন কয়েক ম্যাচের জন্য। আর এ কারণেই অবসর নিতে বাধ্য হতেন পারেই বলে শঙ্কা প্রকাশ করেছেন স্পেন ফুটবল দলের সাবেক চিকিৎসক মার্সেল ফেরেট।
আবারও আঘাতটা সেই পেশীতে। অথচ কদিন আগেই লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরেছিলেন। বারবার ইনজুরিতে পড়ায় গত মৌসুমে থেকেই এক অর্থে মাঠের বাইরে রামোস। মাঝে খেলেছেন কেবল পাঁচটি ম্যাচ। আগামী ১৫ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে রামোসকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পিএসজির।
আর এ কারণেই রামোসের শেষ দেখে ফেলেছেন ফরাসি সংবাদমাধ্যম লা পার্সিয়ান। 'ইনজুরি- রামোসের শেষের শুরু?' এমন শিরোনামে রামোসকে নিয়ে সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করে স্পেনের সাবেক চিকিৎসক ফেরেটের মন্তব্য তুলে ধরেন তারা, 'পেশির ইনজুরি অনেক কঠিন। এটা কতদিন স্থায়ী হবে, সে সম্পর্কে কোনো ধারণাই দিতে পারবেন না। এর কারণে তার অবসরও নেওয়া লাগতে পারে।'
ফরাসি কাপের শেষ ষোলোর ম্যাচে নিঁসের বিপক্ষে মাঠে নামার আগে গত বৃহস্পতিবার অনুশীলনে চোট পান রামোস। যে কারণে পিএসজির হয়ে সে ম্যাচে খেলতে পারেননি তিনি। তখনই শঙ্কা প্রকাশ তার গুরুতর চোটের ব্যাপারটি তুলে ধরেছিলেন কোচ মাউরিসিও পচেত্তিনো।
গত জুনে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন রামোস। এরপর সবমিলিয়ে খেলেছেন মাত্র পাঁচ ম্যাচ। যেখানে দুটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলতে পেরেছেন তিনি। ইনজুরির কারণে নতুন ক্লাবে অভিষেক হতেও অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘদিন।
গত ২৫ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজির জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন এ ডিফেন্ডার। আর গত ২৪ জানুয়ারি লিগ ওয়ানের ম্যাচে রাঁশকে ৪-০ ব্যবধানে হারানোর দিনে পিএসজির হয়ে পান প্রথম গোলের দেখা।
Comments