অবসর নিয়ে মুখ খুললেন পিকে

আন্তর্জাতিক ফুটবল থেকে জেরার্দ পিকে অবসরে গেছেন তিন বছর আগে। এবার উঠেছে তার সব ধরনের ফুটবলকে বিদায় বলার গুঞ্জন। তবে কি চলতি মৌসুম শেষেই বুটজোড়া তুলে রাখবেন জেরার্দ পিকে? নাহ। এখনও কোনো সিদ্ধান্ত নেননি ৩৪ বছর বয়সী অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার। তবে সেরকম কিছু ঘটার সম্ভাবনাও একেবারে বাতিল করে দেননি তিনি।
২০০৮ সাল থেকে বার্সেলোনার হয়ে খেলছেন পিকে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৫৬৮ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ক্যারিয়ারের শেষ পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকার প্রত্যাশা তার। সোমবার স্থানীয় গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, 'আমি বার্সাতেই অবসর নিব।'
খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ নিয়ে তিনি যোগ করেছেন, 'এটা আমার শেষ মৌসুম হতে পারে। আমি একটি করে বছর ধরে সিদ্ধান্ত নিই। তাই আগামী মৌসুমে আমি থাকবই সেটা নিশ্চিত করে বলতে পারছি না। যেদিন আমার মনে হবে যে, আমি আর বার্সাকে সাহায্য করতে পারছি না, সেদিন আমি অবসর নিব।'
বয়সভিত্তিক স্তরে বার্সার জার্সিতে সাত বছর কাটিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পিকে। সেখানে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ছিলেন তিনি। রেড ডেভিলসদের হয়ে পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে অভিষেক হয়েছিল তার। ইউনাইটেডে চার বছর খেলে ২০০৮ সালের মেতে ইংল্যান্ড থেকে স্পেনে ফেরেন তিনি। এরপর কাতালানদের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছেন তিনি যে, ভবিষ্যতে তাকে বার্সেলোনার সভাপতি হিসেবে দেখতে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের অব্যবস্থাপনার কারণে ভয়ঙ্কর আর্থিক সমস্যায় নিমজ্জিত হয়েছে বার্সেলোনা। সেকারণে লিওনেল মেসি-আঁতোয়ান গ্রিজমানদের ক্লাব ছাড়তে হয়েছে। আয়-ব্যয়ের সমন্বয়ের জন্য বেতন কমাতে হয়েছে পিকেসহ কয়েকজন খেলোয়াড়কে।
পদত্যাগ করতে বাধ্য হওয়া বার্তোমেউ বার্সার ইতিহাসের সবচেয়ে বাজে সভাপতি কিনা এমন প্রশ্নে পিকে জবাব দিয়েছেন, 'তিনিই সবচেয়ে খারাপ কিনা তা আমি জানি না। কিন্তু আমার কাটানো সময়ে নিঃসন্দেহে তিনি তালিকাতে থাকবেন।'
Comments