অবামেয়াংয়ের জোড়া গোলে জয়ে ফিরল দুরন্ত বার্সেলোনা

ছবি: টুইটার

আগের দুই ম্যাচে ড্র করা বার্সেলোনা ঝেড়ে ফেলল ব্যর্থতা। ভ্যালেন্সিয়ার মাঠে তারা উপহার দিল দুরন্ত পারফরম্যান্স। জোড়া গোল করে আলো ছড়ালেন সম্প্রতি কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া পিয়েরে-এমেরিক অবামেয়াং। তার সতীর্থরাও উজাড় করে দিলেন নিজেদের। পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল কোচ জাভি হার্নান্দেজের দল।

রোববার রাতে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের ডেরায় ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে বার্সা। প্রথমার্ধেই তিনবার জালে বল পাঠিয়ে ম্যাচের চালকের আসনে বসে পড়ে তারা।

গ্যাবনের ফরোয়ার্ড অবামেয়াংয়ের পাশাপাশি বার্সার হয়ে লক্ষ্যভেদ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং ও পেদ্রি। স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আলভারো সোলার।

বল দখলে প্রাধান্য দেখানো সফরকারীরা গোলমুখে নেয় ছয়টি শট। সবগুলোই ছিল লক্ষ্যে। অন্যদিকে, ভ্যালেন্সিয়া ১১টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি।

এই জয়ে শিরোপাধারী অ্যাতলেতিকো মাদ্রিদকে টপকে লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠেছে বার্সেলোনা। ২৪ ম্যাচে তাদের অর্জন ৪২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকোর পয়েন্টও ৪২। তবে তারা গোল ব্যবধানে পিছিয়ে আছে। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে পেয়েছে ৫৭ পয়েন্ট।

Comments