অ্যাতলেতিককে হারিয়ে সুপারকোপা জিতল রিয়াল

প্রথমার্ধে লুকা মদ্রিচের অসাধারণ এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। আর শেষ দিকে পেনাল্টি ঠেকিয়ে দিলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাতে দারুণ এক জয়ে স্প্যানিশ সুপার কাপ পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে এক মৌসুমে অ্যাতলেতিক বিলবাওর কাছে ফাইনালে হারের প্রতিশোধও নিল দলটি।
সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রোববার রাতে কোপা দি স্পেনিয়ার ফাইনালে অ্যাতলেতিক বিলবাওকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের শেষ দিকে অবশ্য ১০ জনের দলে পরিণত হয়েছিল রিয়াল। পেনাল্টিও পায় অ্যাতলেতিক। কিন্তু তাতে লাভ হয়নি গতবারের চ্যাম্পিয়নদের। এই নিয়ে ১২ বার সুপার কোপা জিতে নিল রিয়াল। রেকর্ড ১৩ বার জিতেছে বার্সেলোনা।
এদিন মাঝমাঠের দখল ছিল রিয়ালেরই বেশি। ৫৭ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। শট নেয় ১৩টি, যার ১১টি ছিল প্রথমার্ধে। এরমধ্যে ৪টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে ১৪টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারে অ্যাতলেতিক।
এদিন ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি পেতে পারতো অ্যাতলেতিক। ডি-বক্সে লক্ষ্যের দিকে যাওয়া বল রদ্রিগোর হাতে লাগলেও এড়িয়ে যান রেফারি। ১৯তম মিনিটে গোল করার মতো প্রথম সুযোগটি পায় রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের বাড়ানো বল থেকে নেওয়া বেনজেমার শট লক্ষ্যে থাকেনি।
৩৮তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। রদ্রিগোর সঙ্গে দেওয়া নেওয়া করে ডি-বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া করে নিখুঁত এক শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মদ্রিচ।
৫২তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সে এ ফরাসি তারকার শট ডিফেন্ডার জেরাই আলভারেজের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুই গোলে পিছিয়ে পরে ম্যাচের শেষ ২০ মিনিটে প্রায় এক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে অ্যাতলেতিক। একের পর এক আক্রমণ করে ৮৬তম মিনিটে পেনাল্টি পেয়েছিল দলটি। গার্সিয়ার হেড গোলমুখে এদের মিলিতাওয়ের হাতে লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কিন্তু গার্সিয়ার শট কোর্তোয়ার পায়ে লেগে ফিরে আসলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় অ্যাতলেতিকদের।
Comments