আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন কিয়েলিনি

Giorgio Chiellini
ফাইল ছবি: রয়টার্স

দল বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে, জর্জিও কিয়েলিনিও নিজের শেষ দেখছেন। আগামী জুনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন ইতালিয়ান এই ডিফেন্ডার।

৩৭ বছর বয়েসী এই ফুটবলার জানিয়েছেন, আগামী জুনে লন্ডনের ওয়েম্বলিতেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তারা।

সোমবার সিরি এ'র ম্যাচ শেষে একটি স্পোর্টস টিভি নেটওয়ার্ককে তিনি জানিয়ে দেন তার এই সিদ্ধান্ত, 'আমি ওয়েম্বলিতে জাতীয় দলকে বিদায় বলব। যেখানটায় ইউরো জিতে চূড়ায় বসেছিলাম।'

'সুন্দর স্মৃতি নিয়ে বিদায় নিতে চাই। এটা অবশ্যই ইতালির হয়ে আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে।'

ইতালির হয়ে ১১৬টি ম্যাচ খেলেছেন কিয়েলিনি। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলায় তার উপরে আছেন আন্দ্রে পিরলো, ড্যানিয়েল ডি রসি, পাউলো মালদিনি, ফ্যাবিও ক্যানেবারো ও জিয়ানলুইজি বুফন।

সোমবার জুভেন্টাসের জয়ে বদলি হিসেবে নামা এই রক্ষণ সৈনিক ক্লাব ক্যারিয়ার আর কতদূর নিয়ে যাবেন সেই সিদ্ধান্ত অবশ্য জানাননি, 'জুভেন্টাসের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক, এটা শেষ হওয়ার নয়। অবশ্য এই মৌসুম শেষে আমি সব কিছু খতিয়ে দেখব, পরিবারের সঙ্গে কথা বলব।'

Comments