আরও শক্তিশালী হয়ে ফিরে আসছেন বেনজেমা

দলের সেরা তারকা করিম বেনজেমা ইনজুরিতে। দুশ্চিন্তার শেষ নেই রিয়াল মাদ্রিদ সমর্থকদের। তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে শক্তিশালী পিএসজির বিপক্ষে কাজটা কঠিনই যাবে লস ব্লাঙ্কোসদের জন্য। তবে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন বেনজেমা। এক ভিডিও বার্তায় আরও শক্তিশালী হয়ে ফেরার অঙ্গীকার করেন ৩৩ বছর বয়সী এ তারকা।

আগামী বুধবারই ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে রিয়াল। তাও আবার পার্ক দে প্রিন্সেসে। এ ম্যাচে তাকে চাই রিয়ালের। এলচের বিপক্ষে তাকে হারানোর পর থেকেই ধুঁকছে ক্লাবটি। শেষ চার ম্যাচে জয় মাত্র একটি। আর এ তারকাকে পেতে যথেষ্ট আশাবাদীও গ্যালাকটিকোদের কোচ কার্লো আনচেলত্তি।

বেনজেমাও আশা দিয়েছেন। আগের দিন সামাজিকমাধ্যমে এক ভিডিও বার্তায় সমর্থকদের আশ্বস্ত করে এ ফরাসি তারকা বলেন, 'চলো যাই। আমি সম্পূর্ণভাবে অনুপ্রাণিত। আমি শক্তিশালী, খুব শক্তিশালী হয়ে ফিরে আসছি।'

এবার মৌসুমের শুরু থেকেই অসাধারণ ছন্দে আছেন বেনজেমা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৮ ম্যাচ। তাতে জালের দেখা পেয়েছেন ২৪ বার। এরমধ্যে ১৭টি গোল লা লিগায়। এক সঙ্গে ৯টি অ্যাসিস্টও করেছেন তিনি।

গত ২৩ জানুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে এলচের সঙ্গে ২-২ গোলে ড্র করার ম্যাচে পায়ের পেশিতে চোট পাওয়ায় বেনজেমাকে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। তাকে ছাড়া অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় দলটি। এরপর গ্রানাডার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও আগের দিন ভিয়ারিয়ালের সঙ্গে ফের হোঁচট খায় তারা।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

8h ago