আরও ১১ বছর ফুটবল খেলতে চান বুফন

Gianluigi Buffon
ছবি: এএফপি

'আমি আপনাকে বলতে পারি, জিজি (বুফন) ৫০ বছর বয়স পর্যন্তও খেলতে চাইবে।' বছর দুই আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পৃথিবী যখন থমকে ছিল, তখন ফ্যাবিও ক্যানেভারোর সঙ্গে লাইভে আলাপকালে এমন মন্তব্য করেছিলেন ফ্রান্সিস্কো তত্তি।

তখন হয়তো অনেকেই হেসে উড়িয়ে দিয়েছেন। নিছক মজা বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু পরের মৌসুমে জুভেন্টাস ছেড়ে যখন পার্মায় ফিরেন তখনই কিছুটা ইঙ্গিত মিলে। আর সম্প্রতি পাক-মৌসুমকে সামনে রেখে সংবাদ সম্মেলনে তো স্পষ্টই জানিয়ে দিলেন নিজের ভবিষ্যতের কথা।

অথচ সম বয়সী সব খেলোয়াড়ই বুট জোড়া তুলে রেখেছেন। অনেকে তো খেলোয়াড়ি জীবনের পাঠ চুকিয়ে পুরোদুস্তর কোচ, স্পোর্টিং ডিরেক্টর কিংবা অন্যান্য পেশায় নিযুক্ত করেছেন নিজেদের। সেখানে তরুণদের সঙ্গে সমান তালে পেশাদার ফুটবল খেলে যাচ্ছেন বুফন।

এদিকে বয়সটা ছাড়িয়েছে ৪৪। এই বয়সে এসে পার্মার সঙ্গে আরও ১২ মাসের চুক্তি বাড়িয়েছেন তিনি। তাতে অন্তত ৪৫ বছর পর্যন্ত যে মাঠে থাকছেন তা নিশ্চিত। তবে বুফন আরও ১১ বছর ফুটবলে থাকার ইচ্ছার কথাই জানালেন।

গত ১০ বছর ধরেই অবসর নিয়ে ভাবা এ গোলরক্ষক বলেন, 'আমি ৫৫ বছর বয়সে গিয়ে অবসর নিতে পারি, আমি আমার প্রথম জীবনে পার্মাতে দশ বছর কাটিয়েছি, এরপর জুভেন্টাসে ২০ বছর। আমি ১০ বছর ধরে অবসর নেওয়ার কথা ভাবছি, কিন্তু আমি সবসময় চালিয়ে গেছি।'

অবসরের পর কীভাবে থাকবেন তাই ভাবতে পারছেন না বুফন, 'আমার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা রয়েছে যা আমাকে ফুটবল বিশ্বকে জানতে সাহায্য করেছে, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি অবসরের পরেও এই পৃথিবীতে থাকব কি-না। হয়তো আমি অন্য কিছু চেষ্টা করতে পারি।'

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago