আর্জেন্টিনা যুব দলের কোচ হলেন মাসচেরানো

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক বার্সেলোনা এবং লিভারপুল তারকা হ্যাভিয়ের মাসচেরানো। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।
বর্তমানে যুব দলের দায়িত্বে আছেন ফের্নান্দো বাতিস্তা। তবে ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার জন্য চাকুরী ছেড়ে দিচ্ছেন তিনি। তারই স্থলাভিষিক্ত হবেন মাসচেরানো। আগামী জানুয়ারি থেকে শুরু কোচ হিসেবে তার নতুন যাত্রা।
কোচ হিসেবে এটাই প্রথম চাকুরী মাসচেরানোর। গত বছরই পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন তিনি। সবশেষ স্বদেশী ক্লাব এস্তুদিয়ান্তেসের হয়ে খেলেছেন ৩৭ বছর বয়সী এ তারকা।
আর্জেন্টিনার হয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ১৪৭টি ম্যাচ খেলেছেন মাসচেরানো। আকাশী-সাদা জার্সিতে দুইবার অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন তিনি। জাতীয় দলের অধিনায়কও ছিলেন। ২০১০ বিশ্বকাপে তার নেতৃত্বেই খেলেছে আর্জেন্টিনা। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল যাত্রায় প্রতিটি মুহূর্তে মাঠে ছিলেন তিনি।
মাসচেরানো খেলোয়াড়ি জীবনটা শুরু করেন রিভার প্লেটের হয়ে। এরপর করিন্থিয়ান হয়ে ২০০৬ সালে আসে ইউরোপে। যোগ দেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডে। ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়ে পরের বছরই যোগ দেন লিভারপুলে।
অলরেডদের হয়ে তিন বছর খেলার পর ২০১০ সালে বার্সেলোনায় যোগ দেন এ আর্জেন্টাইন। কাতালানদের হয়ে আট বছরে পাঁচটি লা লিগা শিরোপা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রক্ষণভাগের এ বহুমুখী খেলোয়াড়।
Comments