ইউরোর শেষ চারে কোন ক্লাবের ফুটবলার বেশি?

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করে আলো ছড়াচ্ছেন ইউরোপিয়ান শীর্ষ ক্লাবের ফুটবলাররাই। এরমধ্যে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা ম্যানচেস্টার সিটি ও চেলসির ফুটবলারই সবচেয়ে বেশি। আবার শেষ চারে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের কোন ফুটবলারেই উপস্থিতি নেই!
দেখে নেওয়া যাক ইউরোর শেষে চারে কোন ক্লাবের কতজন ফুটবলার আছেন-
ক্লাব |
খেলোয়াড় সংখ্যা |
নাম |
ম্যানচেস্টার সিটি |
৭ |
ফেরান তরেস, আয়মিরেক লাপোর্তে (স্পেন), কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং, ফিল ফোডেন, জন স্টোনস (ইংল্যান্ড) |
চেলসি |
৭ |
সিজার আজপি (স্পেন), আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন (ডেনমার্ক), ম্যাসন মাউন্ট, রেস রিমস, বেন চিলওয়েল (ইংল্যান্ড), এমারসন, জর্গিনহো (ইতালি) |
ম্যানচেস্টার ইউনাইটেড |
৫ |
লুক শো, হ্যারি ম্যাগুয়েইর, মার্কাস রাশর্ফোড,জেডন সাঞ্চো (ইংল্যান্ড), ডেভিড ডি হেয়া (স্পেন) |
জুভেন্টাস |
৫ |
জর্জিয়ো কিয়েলিনি, ফেডরিকো কিয়েসা, লেনার্দো বুনুচ্চি, ফেডরিকো বের্নাদশি (ইতালি), আলভারো মোরাতা (স্পেন) |
বার্সেলোনা |
৪ |
মার্টিন ব্র্যাথওয়েট (ডেনমার্ক), জর্দি আলভা, পেদ্রি, সার্জিও বুসকেটস, এরিক গার্সিয়া (স্পেন), |
পিএসজি |
৩ |
মার্কো ভেরাত্তি, আলসান্দ্রো ফ্লোরেঞ্জি (ইতালি), পাবলো সারাবিয়া (স্পেন) |
অ্যাতলাটিকো মাদ্রিদ |
৩ |
মার্কোস লরেন্তে, কোকে (স্পেন), কিরেন ট্রিপিয়ের (ইংল্যান্ড) |
এসি মিলান |
২ |
জিয়নলুইজি ডোনারমা (ইতালি), সিমন কাহের (ডেনমার্ক) |
ইন্টার মিলান |
২ |
নিকল বারেল্লা, আলসান্দ্রো বাস্তনি (ইতালি) |
টটেনহ্যাম হটস্পার |
২ |
হ্যারি কেইন (ইংল্যান্ড), পিয়েরে-এমিল হোজবের্গ (ডেনমার্ক) |
লিভারপুল |
২ |
জর্দান হ্যান্ডারসন (ইংল্যান্ড), থিয়াগো আলকান্তারা (স্পেন) |
আর্সেনাল |
১ |
বুকেও শাকা (ইংল্যান্ড) |
বুরুশিয়া ডর্টমুন্ড |
১ |
জুড বেলেঙ্ঘ্যাম (ইংল্যান্ড) |
রিয়াল মাদ্রিদ |
০ |
|
বায়ার্ন মিউনিখ |
০ |
|
Comments