ইউরোর শেষ চারে কোন ক্লাবের ফুটবলার বেশি?

এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করে আলো ছড়াচ্ছেন ইউরোপিয়ান শীর্ষ ক্লাবের ফুটবলাররাই। এরমধ্যে এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা ম্যানচেস্টার সিটি ও চেলসির ফুটবলারই সবচেয়ে বেশি। আবার শেষ চারে রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের কোন ফুটবলারেই উপস্থিতি নেই! 

দেখে নেওয়া যাক ইউরোর শেষে চারে কোন ক্লাবের কতজন ফুটবলার আছেন- 

 

ক্লাব

খেলোয়াড় সংখ্যা

নাম

ম্যানচেস্টার সিটি

ফেরান তরেস, আয়মিরেক লাপোর্তে (স্পেন), কাইল ওয়াকার, রাহিম স্টার্লিং, ফিল ফোডেন, জন স্টোনস (ইংল্যান্ড) 

চেলসি

সিজার আজপি (স্পেন), আন্দ্রেস ক্রিস্টিয়ানসেন (ডেনমার্ক), ম্যাসন মাউন্ট, রেস রিমস, বেন চিলওয়েল (ইংল্যান্ড), এমারসন, জর্গিনহো (ইতালি)

ম্যানচেস্টার ইউনাইটেড

লুক শো, হ্যারি ম্যাগুয়েইর, মার্কাস রাশর্ফোড,জেডন সাঞ্চো (ইংল্যান্ড), ডেভিড ডি হেয়া (স্পেন)

জুভেন্টাস

জর্জিয়ো কিয়েলিনি, ফেডরিকো কিয়েসা, লেনার্দো বুনুচ্চি, ফেডরিকো বের্নাদশি (ইতালি), আলভারো মোরাতা (স্পেন)

বার্সেলোনা

মার্টিন ব্র্যাথওয়েট (ডেনমার্ক), জর্দি আলভা, পেদ্রি, সার্জিও বুসকেটস, এরিক গার্সিয়া (স্পেন), 

পিএসজি

মার্কো ভেরাত্তি, আলসান্দ্রো ফ্লোরেঞ্জি (ইতালি), পাবলো সারাবিয়া (স্পেন)

অ্যাতলাটিকো মাদ্রিদ

মার্কোস লরেন্তে, কোকে (স্পেন), কিরেন ট্রিপিয়ের (ইংল্যান্ড)

এসি মিলান

জিয়নলুইজি ডোনারমা (ইতালি), সিমন কাহের (ডেনমার্ক)

ইন্টার মিলান

নিকল বারেল্লা, আলসান্দ্রো বাস্তনি (ইতালি)

টটেনহ্যাম হটস্পার

হ্যারি কেইন (ইংল্যান্ড), পিয়েরে-এমিল হোজবের্গ (ডেনমার্ক)

লিভারপুল

জর্দান হ্যান্ডারসন (ইংল্যান্ড), থিয়াগো আলকান্তারা (স্পেন) 

আর্সেনাল

বুকেও শাকা (ইংল্যান্ড)

বুরুশিয়া ডর্টমুন্ড

জুড বেলেঙ্ঘ্যাম (ইংল্যান্ড)

রিয়াল মাদ্রিদ

 

বায়ার্ন মিউনিখ

 

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

28m ago