ইনজুরি কাটিয়ে মায়োর্কার বিপক্ষে ফিরছেন ফাতি
ঘরের মাঠে শেষ তিন ম্যাচে টানা হার। বড় দুঃসময়ের মধ্যেই রয়েছে বার্সেলোনা। তবে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে কাতালান শিবিরে। ইনজুরি কাটিয়ে ফিরছেন দলের অন্যতম সেরা তারকা আনসু ফাতি। আজ রোববার ন্যু ক্যাম্পে মায়োর্কার বিপক্ষের স্কোয়াডে তাকে রেখেছেন কোচ জাভি হার্নান্দেজ।
এরমধ্যেই লা লিগার শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন লড়াইটা দ্বিতীয় স্থান নিয়ে। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। এদিন মায়োর্কার বিপক্ষে নিজেদের ৩৪তম ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা। আগামী বছর সুপারকোপায় খেলতে হলে লিগ টেবিলে দুইয়ে থাকতেই হবে তাদের।
শিরোপা লড়াই থেকে ছিটকে গেলেও লিগের শেষ পাঁচটি ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বার্সার জন্য। এমন ম্যাচে ফাতিকে বেজায় খুশি কোচ জাভিও, 'সে স্কোয়াডে থাকবে, সে ভালো বোধ করছে এবং আমি আশা করি সে কিছু মিনিট খেলবে। সে একজন বিশেষ খেলোয়াড়, আমি খুব খুশি। আনসু অসাধারণ খেলোয়াড়, তাকে খুব গুরুত্বপূর্ণ হতে হবে, কিন্তু ফুটবল একটি সম্মিলিত খেলা, সবাইকে একসঙ্গে টানতে হবে।'
গত জানুয়ারিতে কোপা দেল রে'র ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফাতি। এ ম্যাচের আগেও একই ইনজুরিতে দুই মাস মাঠের বাইরে ছিলেন তিনি। বিলবাওয়ের বিপক্ষে সে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি অতিরিক্ত সময়ের শুরুতেই ফের একই জায়গায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন।
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি পিএসজিতে পাড়ি জমানোর পর এ মৌসুমে বার্সেলোনার ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছিল ফাতিকে। তবে আসরের বেশির ভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। চলতি মৌসুমে লিগে মাত্র ৫টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। সবমিলিয়ে ১০টি ম্যাচ। তাতে গোল করেছেন ৫টি।
Comments