এবার কাদিজের সঙ্গে ড্র করল ১০ জনের বার্সা

ছবি: টুইটার

বিরতির আগে বার্সেলোনার পারফরম্যান্স ছিল সাদামাটা। দ্বিতীয়ার্ধে তাদের খোলস ভেঙে বেরিয়ে আসার প্রয়াস মুখ থুবড়ে পড়ল ফ্রেঙ্কি ডি ইয়ং প্রশ্নবিদ্ধ লাল কার্ড দেখায়। একজন খেলোয়াড় কম নিয়ে উল্টো কোণঠাসা হয়ে গেল দলটি। শেষ পর্যন্ত দুর্বল কাদিজের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করার হতাশা নিয়ে মাঠ ছাড়ল কাতালানরা।

বৃহস্পতিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। শেষদিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড পান তাদের কোচ রোনাল্ড কোমানও।

ছবি: টুইটার

লিগের আগের ম্যাচেও পয়েন্ট হারিয়েছিল বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে গ্রানাদার সঙ্গে তারা কোনোমতে ড্র করেছিল শেষ মুহূর্তের গোলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে জয়হীন তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের কাছেও ৩-০ গোলে ধরাশায়ী হয়েছিল ক্লাবটি।

কাদিজের বিপক্ষে বল দখলে অনেক এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে একদমই সুবিধা করতে পারেনি বার্সা। খেলার ধরন, ফুটবলারদের শরীরী ভাষা কোনোকিছুতেই ছিল না আত্মবিশ্বাসের ছাপ। তারা গোলমুখে মাত্র ছয়টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে দুটি। বিপরীতে, পাল্টা-আক্রমণে বার্সাকে বারবার চাপে ফেলে স্বাগতিকরা। গোলমুখে তাদের ১৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল তিনটি।

ছবি: টুইটার

লিগে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে বার্সার পয়েন্ট মোটে ৯। তারা রয়েছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। কাদিজের সঙ্গেও ড্র করায় ডাচ কোচ কোমানের চাকরি হারানোর শঙ্কা নিঃসন্দেহে আরও বেড়েছে। চলতি মৌসুমে দলের বিবর্ণ পারফরম্যান্স ও হতাশাজনক ফলের কারণে কিছুদিন ধরেই বেশ চাপে আছেন তিনি।

ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী ও স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ও লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের অবস্থান দুইয়ে। তাদের পয়েন্ট ছয় ম্যাচে ১৪। সমান ম্যাচে কেবল ৬ পয়েন্ট পাওয়া কাদিজ আছে ১৪তম স্থানে।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

16h ago