এমবাপেকে পাওয়া একটা উপহার: পিএসজি কোচ

রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন কিলিয়ান এমবাপে। গত কয়েক দিন থেকে ফুটবল পাড়ার গুঞ্জন এমনই। তাকে পেতে বেশ অঙ্কের প্রস্তাবই দিয়েছে রিয়াল। কিন্তু সে প্রস্তাবে রাজী হয়নি পিএসজি। তাই এখনও প্যারিসেই আছেন এ তরুণ। আগের দিনও পিএসজির জয়ের নায়ক তিনি। তাকে দলে পাওয়া একটা উপহারই পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোর জন্য।
আগের দিন রাঁসের বিপক্ষে ২-০ গোলের দারুণ এক জয় পায় পিএসজি। এ ম্যাচটিতে সবার চোখ ছিল লিওনেল মেসির উপর। কারণ এ ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু এ আর্জেন্টাইন তারকার। কিন্তু ম্যাচের সব আলো কেড়ে নেন এমবাপে। পিএসজির করা দুটি গোলই আসে তার কাছ থেকে।
তাই এমন জয়ের পর স্বাভাবিকভাবেই এমবাপের উচ্ছ্বসিত প্রশংসায় পিএসজি কোচ, 'এমবাপে আমাদের খেলোয়াড়। ফুটবল ইন্ডাস্ট্রি গুঞ্জনে পূর্ণ থাকে। আমাদের প্রেসিডেন্ট এবং লিওনার্দো এ ব্যাপারে অবস্থান পরিষ্কার করেছে। সে এখানে আমাদের সঙ্গে রয়েছে এবং আমি খুবই খুশি তাকে এখানে পেয়ে। সে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এবং তাকে আমাদের সঙ্গে পাওয়া একটা উপহার।'
বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকা করতে গেলে শুরুর দিকেই নাম থাকবে কিলিয়ান এমবাপের। যে কোনো কোচই তাকে পেতে চাইবেন। যে কারণে তাকে পেতে মরিয়া রিয়াল। অন্যদিকে তাকে ধরে রাখতে মরিয়া পিএসজি। আর কেন সবাই এমনটা চায় তা বারবারই প্রমাণ করে চলেছেন এমবাপে।
এমবাপেকে পেতে ১৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। এই মূল্যেই চার বছর আগে মোনাকো থেকে তাকে কিনে এনেছিল পিএসজি। অথচ আগামী মৌসুমেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এ তরুণ। চাইলেই বিনে পয়সায় তাকে দলে টানতে পারবে রিয়াল। কিন্তু এমবাপের মতো খেলোয়াড়ের জন্য এ মৌসুমেই এ অর্থ খরচ করতে রাজী লস ব্লাঙ্কোসরা।
Comments