কলকাতায় জয়ে শুরু বসুন্ধরা কিংসের

ব্যবধান হয়তো কমেছে। তবে গতবারের মতো এবারও মাজিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশনকে হারিয়ে এএফসি কাপ শুরু করেছে বসুন্ধরা কিংস। গাম্বিয়া জাতীয় দলের স্ট্রাইকার নুহা মারংয়ের একমাত্র গোলে জয় মিলেছে বাংলাদেশ চ্যাম্পিয়নদের।
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে বুধবার মালদ্বীপের মাজিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। গত আসরে মাজিয়াকে ২-০ গোলে হারিয়েছিল দলটি।
ফরোয়ার্ডরা বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলে কিংসের জয়টা বড় হতে পারতো আরও। বারপোস্টও বাধা হয়ে দাঁড়িয়েছে কিংসের। যদিও মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল মালদ্বীপের দলটিরই। ৫৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল তারা। শটও নেয় ১৬টি। অন্যদিকে কিংস শট নিতে পারে ১২টি।
গত আসরের মতো এদিনও সফরকারীদের আক্রমণ ভাগের নেতৃত্ব দিয়েছেন ব্রাজিলিয়ান রবসন দি সিলভা রবিনহো। একাদশ মিনিটে দলকে এগিয়ে দিতে পারতেন তিনি। তবে তার কোনাকুনি শট পোস্টে লেগে ফিরে আসে। আলগা বলেও সুযোগ ছিল। তবে বাইরে মারেন মোহাম্মদ ইব্রাহিম।
৩৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পায় কিংস। মাঝমাঠ থেকে সোহেল রানার বাড়ানো বলে ডিফেন্ডার সামোহ আলি ও পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক কিরনের মাঝে পড়ে। কে বিপদমুক্ত করবেন এ সিদ্ধান্ত নিতে নিতে তাদের মাঝ থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন নুহা।
এই নুহাই ২৬তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। ৭৬তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেলও গোলরক্ষককে একা পেয়ে বল জালে পাঠাতে পারেননি। তবে দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল মাজিয়াও। তবে গোলরক্ষক আনিসুর রহমানের দৃঢ়তায় বিপদ হয়নি।
আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে মাঠে নামবে কিংস। আজ অবশ্য গোকুলাম কেরালার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে হেরেছে মোহনবাগান।
Comments