কষ্টের জয়েও দারুণ খুশি রিয়াল কোচ

কাজটা প্রায় করে ফেলেছিল রায়ো ভায়াকানো। জমাট রক্ষণে রিয়াল মাদ্রিদকে প্রায় আটকে দিয়েছিল দলটি। পাল্টা আক্রমণে ছড়িয়েছিল ভীতিও। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা। আরও একবার রিয়ালকে উদ্ধার করে দলকে ঘাম ঝরানো এক জয় উপহার দেন করিম বেনজেমা। এমন কষ্টের জয়ের পরও দলের পারফরম্যান্সে দারুণ খুশি রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার রাতে রায়ো ভায়াকানোর মাঠে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ অবশ্য রিয়ালকে ভুগিয়েছেন তাদেরই সাবেক খেলোয়াড় ও কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। রিয়ালের পাঁচটি দারুণ সুযোগ নষ্ট করেন দেন এ গোলরক্ষক। তবে ৮২তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তাকে পরাস্ত করেন বেনজেমা।
ম্যাচ শেষে অবশ্য সন্তুষ্টির কথাই জানান রিয়াল কোচ আনচেলত্তি, 'আমি ম্যাচে আমাদের কাজ, প্রতিশ্রুতি এবং তীব্রতা নিয়ে দারুণ সন্তুষ্ট। এটি এমন একটি ম্যাচ যা আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের অনেক দিকে প্রতিযোগিতামূলক হতে হবে। আমি খুব, খুব খুশি। পরিবেশের ও পিচের কারণে এখানে খেলার জন্য একটি কঠিন জায়গা, কিন্তু আমরা খুব ভালো করেছি।'
রায়ো ভায়াকানোর মাঠ বলেই এমন জয় সন্তুষ্ট রিয়াল কোচ। এ মাঠে সব দলকেই ভুগতে হয় উল্লেখ করে আরও বলেন, 'আমার মনে হয় না এখানে অনেক দল জিতেছে। বিশেষ করে আরামদায়কভাবে তো নয়ই। আমার ভুল হতে পারে, কিন্তু আমি আজ কোনো নেতিবাচক দেখতে পাইনি। আমি খুব খুশি।'
তবে এদিন হারতেও পারতো রিয়াল। দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল ভায়াকানো। ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি। তবে শিষ্যরা দারুণ চেষ্টা করেছে বলে খুশি আনচেলত্তি, 'কখনো কখনো আপনি ব্যর্থ হতে পারেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো চেষ্টা করা এবং আমরা আজকে যা করতে পারতাম তার সবকিছুই চেষ্টা করেছি।'
সবমিলিয়ে দল ভালো অবস্থায় আছে বলেই মনে করেন এ কোচ, 'আমরা বলতে পারি যে এই ম্যাচটি একটি ফাইনালের মতো ছিল, কারণ রিয়াল মাদ্রিদ সাধারণত ফাইনাল জিতেছে। আমার মনে হয় দলের অনেক শক্তি আছে, এবং আমরা ভালো অনুশীলনের জন্য এক সপ্তাহ সময় পেয়ে খুশি। আমরা ভালো অবস্থায় আছি। আমি খুব খুশি।'
এদিন বেশ সংগ্রাম করেছেন কাসেমিরো। বাধ্য হয়ে তাকে তুলে নেন কোচ। অবশ্য তুলে নেওয়ার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তিনি, 'সে ভালো ছিল। সে একটি গোল করেছিলেন (অফসাইডের জন্য বাতিল)। পিচের কারণে মিডফিল্ডাররা বেশি ভোগেন। আমি তাকে উঠিয়ে নিয়েছিলাম কারণ তাকে বুক করা এই ধরনের খেলায় বিপজ্জনক হতে পারে।'
Comments