'গেমচেঞ্জার' কন্তেকে ফেরত পেয়ে দারুণ খুশি টুখেল

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন দল চেলসি। এ শিরোপা জয়ের প্রধান কারিগরই ছিলেন ফরাসি মিডফিল্ডার এনগোলো কন্তে। কিন্তু চলতি মৌসুমে একের পর ইনজুরিতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। তবে আশার কথা ফের ছন্দে ফেরার আভাস দিয়েছেন এ ফরাসি। আর এ গেমচেঞ্জারকে স্বরূপে দেখে দারুণ উচ্ছ্বসিত চেলসি কোচ টমাস টুখেল।

চলতি মৌসুমে এরমধ্যেই চারবারে মাঠের বাইরে যেতে হয়েছে কন্তেকে। এক ধাক্কা কাটিয়ে উঠে ছন্দ পেতে না পেতেই আবার যেতে হয়েছে মাঠের বাইরে। কুঁচকির ইনজুরিতে পড়েছেন, ভুগেছেন হাঁটুর সমস্যায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই দুইবার। সবমিলিয়ে দুই মাসের বেশি সময় মাঠের বাইরে থেকে ম্যাচ মিস করেছেন কমপক্ষে ১২টি।

কন্তের অসাধারণ নৈপুণ্যে মঙ্গলবার রাতে ফরাসি চ্যাম্পিয়ন লিলের বিপক্ষে দারুণ জয় পেয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে আগের দিন লিলকে ২-০ গোলে হারায় দলটি। প্রথমার্ধে কাই হাভার্টজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্তিয়ান পুলিসিক। দ্বিতীয় গোলটিতে দারুণ অবদান রাখেন কন্তে। তবে এ অ্যাসিস্টের চেয়ে বড় কথা, পুরো ম্যাচে ছিল তার দাপট।

কন্তের এমন নৈপুণ্যে উচ্ছ্বাস গোপন রাখতে পারেননি কোচ টুখেল, 'আমি আজ দারুণ খুশি। তার একটু সময় লেগেছে। শেষ ম্যাচে সে কিছুটা লড়াই করেছিল। তবে অবশেষে সে তার বিশ্বাস এবং তীব্রতা ফিরে পেয়েছে। এটা ভালো যে, সে আজকে এগিয়ে এসেছে এবং আপনি তাৎক্ষণিকভাবে তার প্রভাব ম্যাচে দেখতে পেয়েছেন। সে আমাদের গেমচেঞ্জার। দলে তার ব্যাপক প্রভাব ছিল।'

এ জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল চেলসি। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের আসরে শেষ পাঁচ ম্যাচে নিজেদের ঘরে জাল অক্ষত রাখল তারা। যা ইংলিশ দলগুলোর মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি লিলের বিপক্ষে অজেয় ধারা ধরে রাখল দলটি।

Comments

The Daily Star  | English

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

27m ago