গ্রিজমানের বদলে দিবালাকে চায় বার্সেলোনা!
বছর দুই হয় বার্সেলোনায় যোগ দিয়েছেন ফরাসি তারকা আতোঁয়ান গ্রিজমান। কিন্তু এখনও ক্লাবটির সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে পারেননি। তাই তাকে বদল করে অন্য খেলোয়াড় দলে টানতে চাইছে কাতালানরা। এ নিয়ে কয়েক দফায় গুঞ্জন উঠেছে। নতুন গুঞ্জন তার বদলে জুভেন্টাসের পাওলো দিবালাকে চায় তারা। এমন সংবাদই প্রকাশ করেছে ফ্রান্সের শীর্ষ সংবাদমাধ্যম লা'কিপ।
অবশ্য গ্রিজমানকে বার্সার বিক্রি করার কারণ কেবল খেলার ধারা সঙ্গে মানিয়ে না নিতে না পারাই নয়, তার উচ্চ বেতন পরিশোধ করতেও হিমশিম খাচ্ছে ক্লাবটি। প্রতি সপ্তাহে ৩ লাখ পাউন্ড বেতন পান গ্রিজমান। এমনিতে বড় ঋণের বোঝায় দেউলিয়া হওয়ার পথে ক্লাবটি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে তার পরিমাণ দিন দিন বাড়ছে।
অর্থনৈতিক সংকট কাটাতে গ্রিজমানসহ আরও বেশ কিছু খেলোয়াড় বিক্রি করতে চাইছে বার্সেলোনা। তবে ফ্রান্সের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার পর ছুটি কাটিয়ে বার্সার অনুশীলন ক্যাম্পে ফিরেছেন এ ফরাসি। তবে কদিন আগে অনুষ্ঠিত হওয়া বার্সার নতুন মৌসুমের জার্সি উন্মোচনে ছিলেন না তিনি। এ নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
লা'কিপের সূত্র অনুযায়ী, জুভেন্টাস খেলোয়াড় বদলের প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। গ্রিজমানের বদলে একজন খেলোয়াড়কে চায় তারা। আর তাদের চাহিদার খেলোয়াড় দিবালা। অনেকদিন থেকেই এ আর্জেন্টাইনের দল বদলের গুঞ্জনও চড়া।
জুভেন্টাসের সঙ্গে আর ১২ মাস চুক্তি রয়েছে ২৭ বছর বয়সী দিবালার। সিরিআয় গত মৌসুমটা ভালো কাটেনি তার। মৌসুমের শুরুতে ইনজুরিতে থাকলেও কাটিয়ে ওঠার পর তাকে তেমনিভাবে খেলার সুযোগ দেননি তৎকালীন কোচ আদ্রেয়া পিরলো। পুরো মৌসুমে মাত্র ৫টি গোল ও ৩টি এসিস্ট রয়েছে তার।
অন্যদিকে গ্রিজমানের অবশ্য পুরনো ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে ফিরে যাওয়ার গুঞ্জন ছিল। মিডফিল্ডার সাউল নিগুয়েজের সঙ্গে অদল-বদলের প্রস্তাব ছিল। কিন্তু বর্তমানে এ আলোচনা থমকে গিয়েছে। লা'কিপ জানিয়েছে সাবেক ক্লাবে ফিরে দিয়াগো সিমিওনির অধীনে ফের খেলতে আগ্রহী গ্রিজমান।
এদিকে, জুভেন্টাস এর আগে বার্সেলোনাকে ভিন্ন একটি অদল-বদলের প্রস্তাব দিয়েছিল। আগের মৌসুমের আলোচিত ট্রান্সফার এবার ফের করতে চেয়েছিল তারা। এবার আর্থুর মেলোকে দিয়ে মিরালেম পিয়ানিচকে ফিরিয়ে আনতে চেয়েছিল দলটি। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বার্সা।
Comments