'চাচা' রোনালদিনহোর কারণেই বার্সেলোনায় রাফিনহা

প্রথমে আর্সেনাল, এরপর চেলসি। লিডস ইউনাইটেডের দাবি দাওয়া পূরণ করে রাফিনহাকে কিনতে চেয়েছিল এ দুটি ইংলিশ ক্লাব। লিডস রাজী ছিল। কিন্তু গো ধরে বসে থাকেন এ ব্রাজিলিয়ান। দল যদি বদল করতেই হয়, তাহলে যোগ দিবেন বার্সেলোনায়, অন্যথায় থাকবেন লিডসেই।
শেষ পর্যন্ত এ ব্রাজিলিয়ানের চাওয়া পূরণ হয়েছে। আর্থিক টানাপোড়নের এ সময়ে রাফিনহাকে পেতে ৫৫ মিলিয়ন ইউরো খরচ করছে বার্সেলোনা। এর সঙ্গে আবার রয়েছে আরও বাড়তি বোনাস। জানা গেছে, সবমিলিয়ে খরচের পরিমাণটা ৭২ মিলিয়ন ইউরো।
কিন্তু ইংলিশ ক্লাবগুলোকে ফিরিয়ে দিয়ে কেন বার্সেলোনায় গেলেন রাফিনহা। টাকার কারণেই যে এ ব্রাজিলিয়ান তারকা বার্সেলোনাতে আসেননি তা স্পষ্ট। কারণটা তার পরিবার।
যখন রাফিনহা ছোট্ট শিশু, তখন ব্রাজিলের পোর্তো আলেগ্রিতে থাকতেন তার বাবা রাফায়েল। সে সময়ে 'সাম্বা ট্রি' নামক একটি ব্যান্ডের সদস্য ছিলেন তার বাবা। যেখানে তিনি বিশেষ ধরণের ঢোল বাজাতেন। আর এই ব্যান্ডের বড় ভক্ত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো।
ব্রাজিলে থাকাকালীন সময়ে সাম্বা ট্রির প্রায় সব কনসার্টেই যোগ দিতেন রোনালদিনহো। এখান থেকেই পরিচয়। এরপর বন্ধুত্ব।
২০০১ সালে ২১ বছর বয়সে পিএসজিতে যোগ দেন রোনালদিনহো। এরপর বার্সেলোনা হয়ে মিলানে। তবে নিজের প্রতি জন্মদিন উদযাপন সহ যে কোনো পার্টি করতে ব্যান্ডটিকে ব্রাজিল উড়িয়ে আনতেন রোনালদিনহো। গান গেয়ে, বার্বিকিউ পার্টি কিংবা খেলা দেখে, মজা করে কাটিয়েছেন অনেক রাত।
আর ক্যারিয়ারের বড় অংশই বার্সেলোনায় কাটিয়েছেন রোনালদিনহো। এই ক্লাবে এসেই নিজের সর্বোচ্চ ফুটবল খেলেছেন। তখন থেকেই বার্সেলোনারও বড় ভক্ত রাফায়েলও। বার্সেলোনায় রোনালদিনহো কি করেছেন তা সামনে থেকেই দেখেছেন তিনি। তখন থেকেই চেয়েছিলেন তার ছেলে রাফিনহাও একদিন খেলবেন ন্যু ক্যাম্পে।
আর রাফিনহাও নিজের আদর্শ হিসেবে মানেন রোনালদিনহোকে। তবে শুধু আদর্শই নয়, তার চাচাও বটে। সে কারণেই হয়তো নিয়তিতেই লেখা ছিল একদিন বার্সেলোনার হয়ে খেলবেন রাফিনহা।
প্রথমবার বার্সেলোনার প্রেসিডেন্ট হয়ে রোনালদিনহোকে দলে টেনে ক্লাবের ইতিহাস বদলে দিয়েছিলেন বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তা। দ্বিতীয় মেয়াদে ফিরে কিনলেন রাফিনহাকে। কে জানে নানা টানাপোড়নে ভঙ্গুর দলটি হয়তো এ ব্রাজিলিয়ান তারকাতে ভর করেই বদলে যাবে। বার্সেলোনায় আবার 'আর' দিয়ে শুরু হওয়া ব্রাজিলিয়ানরা (রোমারিও, রোনালদো, রিভালদো, রোনালদিনহো) বরাবরই সফল।
Comments