চুরুট ও শ্যাম্পেনে মিলানের শিরোপা উদযাপন করলেন ইব্রা

ছবি: এএফপি

কিছুক্ষণের মধ্যেই স্কুদেত্তো (ইতালিয়ান সিরি আর শিরোপা) তুলে দেওয়া হবে এসি মিলানের হাতে। গলায় বিজয়ীর মেডেল ঝুলিয়ে তাদের কয়েকজন ফুটবলার মঞ্চে দাঁড়িয়ে। তখন মাঠে উপস্থিত সবার দৃষ্টি ঘুরে গেল টানেলের দিকে। সেখান থেকে বেরিয়ে আসছেন মিলানের অভিজ্ঞ সুইডিশ স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। তার হাতে শ্যাম্পেনের বোতল, মুখে জ্বলছে চুরুট!

নয় মাসের রোমাঞ্চকর লড়াইয়ের পর রোববার ২০২১-২২ মৌসুমের শেষদিনে সিরি আতে চ্যাম্পিয়ন হয়েছে মিলান। সাসুয়োলোর মাঠে তারা জিতেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। স্তেফানো পিওলির দল সবগুলো গোলই করে ম্যাচের প্রথমার্ধে। জোড়া লক্ষ্যভেদে আলো ছড়ান ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু। অন্যটি করেন ফ্রাঙ্ক কেসিয়ে। দীর্ঘ ১১ বছর পর স্কুদেত্তো ছোঁয়ার স্বাদ নিয়েছে মিলান। ইতালির শীর্ষ লিগে এটি তাদের ১৯তম শিরোপা। 

জিরুর বদলি হিসেবে ৪০ বছর বয়সী ইব্রা মাঠে নামেন ম্যাচের ৭২তম মিনিটে। ছয় মিনিট পরই হেডে বল স্বাগতিকদের জালে পাঠান তিনি। কিন্তু ভাগ্যদেবী মুখ তুলে চাননি। অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। নামের পাশে গোল যোগ না হলেও শিরোপা ঠিকই যোগ হয়েছে ইব্রাহিমোভিচের। ২০১৯ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় মিলানে পাড়ি জমানোর পর ফের সিরি আর শিরোপা উঁচিয়ে ধরার অভিজ্ঞতা হয়েছে তার। এর আগে ক্লাবটি শেষবার যখন ২০১০-১১ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল, তখনও স্কোয়াডে ছিলেন তিনি।

শিরোপা উঁচিয়ে ধরার আগে টানেল থেকে ইব্রা যখন বের হচ্ছিলেন, তখনই সব মনোযোগ নিজের দিকে টেনে নেন তিনি। তার ডান হাতে ছিল শ্যাম্পেনের বোতল। সেটার ছিপি খুলে দর্শকদের গায়ে ছিটিয়ে দেন তিনি। তবে পরে শ্যাম্পেনের বোতল ফেলে দিলেও বাম হাতে ধরা জ্বলন্ত চুরুট টানতে টানতেই পুরস্কার বিতরণের জন্য বানানো মঞ্চে উঠে পড়েন। এতে আরও একবার আলোচনার খোরাকের জন্ম দিয়েছেন একইসঙ্গে নন্দিত ও বিতর্কিত এই তারকা ফুটবলার।

নানা চোটের কারণে সদ্যসমাপ্ত লিগে খুব বেশি ম্যাচ খেলা হয়নি ইব্রাহিমোভিচের। চলতি মাসের শেষে মিলানের সঙ্গে তার চুক্তিও ফুরিয়ে যাচ্ছে। তাই ইব্রার ফুটবল ক্যারিয়ারের সীমারেখা টানতে শুরু করেছেন অনেকে। তবে সাসুয়োলোকে হারানোর পর ভিডিও স্ট্রিমিং সার্ভিস ডিএজেডএনকে তিনি বলেছেন, 'প্রথমেই আমাকে কিছু করতে হবে যেন আমার ভালো লাগে। যদি আমি সুস্থ থাকি, তাহলে এটা আমার শেষ ম্যাচ ছিল না। যদি আমার অস্ত্রোপচার করাতে হয়? সেক্ষেত্রে দেখা যাক কী ঘটে!'

Comments

The Daily Star  | English

Monsoon, depression over Bay: Thousands suffer in coastal districts

People suffered due to waterlogging in Cox's Bazar, Patuakhali, Feni, Bhola, Barishal, and Khulna

8h ago