জাতীয় পতাকা ও সঙ্গীত ব্যবহার করতে পারবে না রাশিয়া

ডোপ কেলেঙ্কারির কারণে অলিম্পিক গেমসে নিজেদের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত ব্যবহার করতে পারে না রাশিয়া। এবার আরেক বৈশ্বিক আসরেও একই পরিণতি হলো দেশটির। ফিফার অধীনস্থ ম্যাচগুলোতে নিজেদের পতাকা ও সঙ্গীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে হবে তাদের।

রাশিয়ান বাহিনীর ইউক্রেনে আক্রমণকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেয় ফিফা। কার্যত এটাই দেশটির বিপক্ষে তাদের প্রথম পদক্ষেপ। রোববার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থাটি।

ইউক্রেনে আক্রমণের এক দিন পরই রাশিয়া আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে না বলেই জানিয়েছিল ফিফা। হবে নিরপেক্ষ ভেন্যুতে। শেষ পর্যন্ত নিরপেক্ষ ভেন্যুতেও নিজ দেশের পতাকা ও সঙ্গীত ব্যবহারে নিষেধাজ্ঞা পেল তারা। এর আগে অবশ্য রাশিয়ার বিপক্ষে খেলতেই অস্বীকৃতি জানায় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক।

কাতার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে-অফে ম্যাচ সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে নামার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি জিতলে নিজেদের মাঠেই সুইডেন অথবা চেক রিপাবলিকের মধ্যকার জয়ী দলের সঙ্গে বিশ্বকাপে জায়গা নেওয়ার লড়াইয়ে নামত দলটি।

তবে দলের নাম ও পরিস্থিতি বদলালেও নিজেদের অবস্থান বদলায়নি  পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। রাশিয়ার বিপক্ষে তারা খেলবে না বলেই জানায় তারা। ফিফার সিদ্ধান্তকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' হিসেবে উল্লেখ করেছেন পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেসারে কুলেসা, 'আমরা এই ম্যাচে অংশ নিতে আগ্রহী নই। আমাদের অবস্থান আগের মতোই- দলের নাম যাই হোক না কেন, পোলিশ জাতীয় দল রাশিয়ার সঙ্গে খেলবে না।'

ফিফার সিদ্ধান্তে নিজেদের অসন্তুষ্টির কথা তুলে ধরেন সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কার্ল-এরিক নিলসনও। রাশিয়ার বিরুদ্ধে ফিফার আরও কঠোর অবস্থান আশা করেছিলেন তিনি।

গত বৃহস্পতিবার দিনের শুরুতে ইউক্রেনে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে হামলা শুরু করে তারা। বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে স্থল, আকাশ ও সমুদ্রে পথে সর্বাত্মক আক্রমণ শুরু করে রুশ বাহিনী।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago