টেবিলের ১৬ নম্বর দলের সঙ্গে হারল বার্সেলোনা
ইউরোপা লিগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে হারের ধাক্কা কাটানোর বদলে উল্টো আরেক ধাক্কা খেল বার্সেলোনা। লা-লিগার ম্যাচে ঘরের মাঠে এসে তাদের হারিয়ে দিয়েছে পয়েন্ট টেবিলের অনেক নিচের দল কাদিস।
সোমবার ন্যু ক্যাম্পে বার্সাকে ১-০ গোলে স্তব্ধ করে দেয় পয়েন্ট টেবিলে এখন ১৬ নম্বরে থাকা কাদিস। লা লিগায় বার্সাকে আগেও ধরাশায়ী করেছিল দলটি। সর্বশেষ চার দেখায় দুবারই জিতেছে কাদিস, অন্যটি হয়েছে ড্র।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে অখ্যাত জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ গোলে হারার পর এই হারটি বড় ভার হয়ে এল জার্ভি হার্নান্দেজের দলের।
অথচ লা লিগায় ১৫ ম্যাচ ধরে অপরাজিত ছিল বার্সেলোনা। লিগ টেবিলে তারা উঠে এসেছিল দুইয়ে। টানা সাত জয়ের পর হার তাদের মূলত লিগ রেস থেকে অনেকটা সরিয়েই দিচ্ছে।
পুরো ম্যাচে বার্সেলোনার পারফরম্যান্স ছিল ম্রিয়মাণ। খুব বেশি গোছানো ফুটবল খেলতে পারেনি, আক্রমণে বাড়াতে পারেনি ধার। গোলের উদ্দেশ্যে ১৮ শট নিলেও তাতে ফল আসেনি।
আক্রমণে বার্সা থেকে স্বাভাবিক কারণেই পিছিয়ে ছিল কাদিস। মূলত রক্ষণ শক্ত করে খেলে গেছে তারা। মাত্র ২৫ শতাংশ বল পজিশন রেখে কেবল চারটি শট লক্ষ্যে রাখতে পারে, যার একটি থেকে পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল।
প্রথমার্ধ্ব গোলবিহীন থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় কাদিস। ৪৮ মিনিটে সালভির ক্রসে পাওয়া বল রুবেন সাবরিনো করেছিলেন হেড। বার্সা কিপার টের স্টেগেন পাঞ্চ করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু আবার বল পেয়ে যান সাবরিনো। তার শট হাত দিয়ে ঠেকাতে গিয়ে পুরোটা পারেননি, সুযোগ পেয়ে জালে জড়িয়ে দেন লুকার পেরেস।
লা লিগায় ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই পোক্ত রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে অনেকটা দূরে থেকে দুইয়ে বার্সা।
Comments