ট্রান্সফার লাইভ: লেভানদোভস্কির জন্য ৫০ মিলিয়ন ইউরো চায় বায়ার্ন

ইউরোপের ক্লাব ফুটবলের আরেকটি জমজমাট মৌসুম শেষে বেজে উঠতে শুরু করছে দলবদলের দামামা। নিজেদের শক্তি বাড়াতে ও ঘাটতি দূর করতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে ক্লাবগুলো। অনেক প্রতিষ্ঠিত তারকা চুক্তি নবায়ন করে থেকে যাবেন। আবার অনেকে পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে ক্লাবগুলো।

২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলের সবশেষ খবরাখবর ও গুঞ্জন নিয়ে দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য এই আয়োজন।

লেভানদোভস্কির জন্য ৫০ মিলিয়ন ইউরো চায় বায়ার্ন

নিঃসন্দেহে বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, রবার্ট লেভানদোভস্কির জন্য ৫০ মিলিয়ন ইউরো চায় বায়ার্ন মিউনিখ। ঠিক এই মূল্যই বেঁধে দিয়েছে ক্লাবটি। আর এমনটা হলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন এ পোলিশ তারকা। তাকে ৩০ মিলিয়নেরও কমে প্রত্যাশা করেছিল কাতালান ক্লাবটি। 

বোকা জুনিয়র্সে যোগ দিতে পারেন হামেস রদ্রিগেজ

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ডিরেকটিভির সাংবাদিক আদ্রিয়ান মাগনোলির সংবাদ অনুযায়ী, বোকা জুনিয়র্সে যোগ দিতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ। এই কলম্বিয়ান তারকাকে দক্ষিণ আমেরিকার ফুটবলে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন হুয়ান রোমান রিকুয়েলমে। বর্তমানে কাতারের আল রাইয়ানে খেলছেন হামেস।

ইন্টারেই যোগ দিতে পারেন দিবালা

জুভেন্টাস ছাড়ার ঘোষণা আসার পর থেকেই ইন্টার মিলানে যাওয়ার গুঞ্জন চড়া। যদিও এখন পর্যন্ত হয়নি কোনো চুক্তি। এরমধ্যেই ইতালিয়ান সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত সংবাদ প্রকাশ করেছে যে, তার মা এলিসিয়ার ইচ্ছা অনুযায়ী ইন্টারেই যাচ্ছেন এ আর্জেন্টাইন। চার বছরের জন্য নেরেরুজ্জিদের সঙ্গে চুক্তি করবেন এ তারকা।

মানের সঙ্গে চুক্তির কাছাকাছি বায়ার্ন

আগামী মৌসুমে ক্লাব বদল করার ঘোষণা আগেই দিয়েছেন সাদিও মানে। লিভারপুলও তাতে সায় দিয়েছে। তবে ঝামেলা ছিল তার মূল্য পরিশোধ নিয়ে। বায়ার্নের দেওয়া প্রস্তাব পছন্দ হয়নি তাদের। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের সংবাদ অনুযায়ী, সমঝোতা হয়েছে দুই পক্ষের। ফলে খুব শীগগিরই বায়ার্নে যোগ দিচ্ছেন মানে। ক্লাবটিতে সপ্তাহে প্রায় ৪ লাখ ২০ হাজার ইউরো বেতন পাবেন এ সেনেগাল ফরোয়ার্ড।

Comments

The Daily Star  | English

March revenue growth nears 10%, but no cause for cheer

NBR still needs Tk 65,000cr per month to hit IMF target for FY25

10h ago