তবুও তরুণদের গান গাইলেন জাভি

বেশ কিছু তরুণ খেলোয়াড় নিয়ে আগের দিন ওসাসুনার বিপক্ষে দল সাজিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। যদিও এই দল নিয়ে ফের পয়েন্ট খোয়াতে হয়েছে দলটিকে। তবুও এ তরুণদের গান গাইলেন জাভি। এবং এ তরুণরাই কঠিন সময়ে দলের জন্য এগিয়ে আসছেন তা মেনে নিতে বললেন এ কোচ।
প্রতিপক্ষের মাঠে রোববার লা লিগার ম্যাচে ওসাসুনার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। বার্সেলোনার করা দুটি গোলই এসেছে দুই তরুণ নিকোলাস গঞ্জালেস ও আব্দেসামাদ এজালজুলির কাছ থেকে।
ম্যাচের দ্বাদশ মিনিটে তরুণ তারকা নিকোলাস এগিয়ে দেন বার্সাকে। দুই মিনিট পরই ওসাসুনার হয়ে সমতায় ফেরান দাভিদ গার্সিয়া। এরপর আরেক তরুণ আব্দেসামাদ বার্সাকে এগিয়ে দেন ৪৯তম মিনিটে। এই লিডও ধরে রাখতে পারেনি দলটি। এজেকুয়েল আলিভার গোলে ফের সমতায় ফেরে স্বাগতিকরা।
আর তরুণদের পারফরম্যান্সে দারুণ খুশি জাভি। তাদের সঙ্গে দলের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি, 'আব্দে, গাভি এবং নিকো অসাধারণ ছিল, তারা কঠিন মুহূর্তে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তরুণরা পার্থক্য তৈরি করছে এবং এটা মেনে নেওয়া কঠিন। এটি ইতিবাচক এবং নেতিবাচক কারণ তারা সবসময় দুর্দান্ত পারফর্ম করতে পারবে না কারণ তারা তরুণ। অন্য খেলোয়াড়দের কাজ করতে হবে। আমাদের সবাইকে একে অপরের কাছ থেকে আরও বেশি আশা করতে হবে।'
তবে সবমিলিয়ে দলের পারফরম্যান্সে খুশি নন এ কোচ, 'লড়াই পর্যাপ্ত ছিল না, আমরা বাজে স্বাদ নিয়ে মাঠ ছেড়েছি। ২-১ এ থাকা অবস্থায় আমরা ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের বল ধরে রাখতে হতো, কিন্তু সফল হতে পারিনি। আমরা শান্ত ছিলাম না এবং আমরা বলের উপর আধিপত্য ধরে রাখতে পারিনি। সেট পিস থেকে সমতা আসে। তারা সেই কৌশলেই টিকে ছিল। নিজেদের এলাকা আগলে রাখা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায়। এটা হতে পারে না। উন্নতি করার অনেক জায়গা আছে।'
মূলত রক্ষণভাগের ব্যর্থতার কারণেই পিছিয়ে পড়তে হয়েছে দলটিকে। দ্বিতীয়ার্ধে যে কারণে অস্কার মিঙ্গুয়েজাকে মাঠে নামান জাভি, 'আমরা ৩-৪-৩ পদ্ধতিতে আক্রমণে গিয়েছিলাম, কিন্তু গাভি ব্যর্থ হয়েছিল এবং আমরা ডিফেন্ডারদের দিয়ে কভার করতে চেয়েছিলাম। আমরা বল ধরে রাখতে চেয়েছিলাম এবং আক্রমণে যেতে চেয়েছিলাম। আমরা এগিয়ে গেছি, কিন্তু আমরা জানতাম না কিভাবে প্রতিপক্ষের অর্ধে খেলতে হয়।'
Comments