তবুও বার্সেলোনায় সুখী মেমফিস

চলতি মৌসুমে বেশ বাজে সময় পার করছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় দলটি। লা লিগাতেও অবস্থান সুবিধাজনক নয়। তবে ক্লাবের অবস্থা যাই হোক না কেন বার্সেলোনায় যোগ দেওয়ায় কোনো আক্ষেপ নেই ডাচ তারকা মেমফিস ডিপায়ের। উল্টো এমন প্রশ্নে বেশ অবাক হয়েছেন। এমনকি ক্লাবটিতে সুখেই আছেন বলে জানান তিনি।

সম্প্রতি স্বদেশী সংবাদমাধ্যম ইএসপিএন নেদারল্যান্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন মেমফিস। সেখানেই তাকে প্রশ্ন করা বার্সেলোনায় যোগ দেওয়ায় কোনো আক্ষেপ রয়েছে কিনা। এমন প্রশ্নে অবাক হয়ে উল্টো প্রশ্ন করেছেন, 'আপনি এটা কিভাবে জিজ্ঞেসা করতে পারেন?'

এরপর নিজের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, 'এটা বার্সেলোনা। আমি মনে করি না আপনি বুঝতে পারছেন এই ক্লাবটি কত বড় এবং এই রকম একটি ক্লাবে যোগ দেওয়া একজন খেলোয়াড়ের জন্য কী। আমি কখনোই এ নিয়ে দুঃখিত হব না।'

বার্সেলোনায় সুখেই আছেন জানিয়ে বলেন, 'এমন ফলাফল সত্ত্বেও, আমি এই ক্লাবে সত্যিই সুখী। (দলের জন্য) এটা কঠিন এক সময়। আমি এ নিয়ে বেশি কথা বলতে চাই না, কিন্তু মানুষ এমনভাবে কথা বলছে যেন মৌসুম শেষ হয়ে গেছে।'

এখনও তাদের জন্য সবকিছু জয়ের সুযোগ রয়েছে বলে মনে করেন এ ডাচ ফরোয়ার্ড,'আমাদের এখনও অনেক ম্যাচ খেলতে হবে। সবকিছু এখনও উন্মুক্ত। তবে একজন খেলোয়াড় হিসেবে আপনাকে দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আপনাকে যত্ন নিতে হবে। প্রত্যেক খেলোয়াড় বার্সায় দায়িত্ব নেয়। বার্সেলোনার মতো ক্লাবের জন্য এটাই স্বাভাবিক।'

ক্লাবের সার্বিক পরিস্থিতি মেনে নিলেও ভেঙে পড়েননি মেমফিস, 'আমরা কোন ঝামেলায় নেই। ফলাফল খারাপ, এটা কেউ উপেক্ষা করতে পারে না। ক্লাবের চারপাশে আপনি নেতিবাচক অনুভূতিই লক্ষ্য করবেন, যা বার্সেলোনার মতো ক্লাবে খারাপ ফলাফল করলে বোঝা যায়। আমি হতাশ। কিন্তু আমি ভেঙে পড়িনি।'

আন্তর্জাতিক বিরতির পর ভালো কিছুর আশা করছেন তিনি, 'এটা ভাল যে আমাদের এখন বিরতি পেয়েছি, আমরা আন্তর্জাতিক ম্যাচের পরে বার্সেলোনা ম্যাচে ফিরে গেলে আমি মনে করি আমরা হয়তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। লোকেরা বিষয়গুলো অতিরঞ্জিত করে বলছে যেন আমাদের মৌসুম এখনই শেষ হয়ে গেছে।'

নিজেদের ফলাফল ভালো না হলেও প্রতিপক্ষদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই বলে সুযোগ এখনও রয়েছে বলে জানান এ ডাচ তারকা, 'আমরা রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে অনেক বেশি পয়েন্ট পিছিয়ে নেই। এবং এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। সুতরাং, কিছুই শেষ হয়ে যায়নি, একেবারেই নয়। আমরা চ্যাম্পিয়ন্স লিগে খারাপ শুরু করেছি, কিন্তু আমাদের এখনও (শেষ ষোলোতে ওঠার) সুযোগ রয়েছে।'

Comments

The Daily Star  | English

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

6h ago