দুর্দান্ত হ্যাটট্রিকে আলো ছড়ালেন রোনালদো
এক কিশোর দর্শকের ফোন ভেঙ্গে তুমুল সমালোচনায় থাকা ক্রিস্টিয়ানো রোনালদো আবার খেলার মাঠে ঝলক দেখিয়ে কাড়লেন আলো। নরউইচ সিটির বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতানোর নায়ক বনলেন তিনি।
শনিবার ওল্ড ট্র্যার্ফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ রোনালদোর হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতেছে ইউনাইটেড। গত দুই ম্যাচে ড্র এবং হারের পর আবার জিতল তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের সব প্রতিযোগিতা মিলিয়ে যাচ্ছে খারাপ সময়। গত ১৩ ম্যাচে এটি চতুর্থ জয়। দলের বাজে সময়ে স্বস্তির জয়ে ৭, ৩৬ ও ৭৬ মিনিটে তিন গোল করে নায়ক রোনালদো।
প্রথমার্ধে দুই গোল দিয়ে দলকে এগিয়ে রেখেছিলেন তিনি। বিরতির পর প্রতিপক্ষ সমতা আনলে দারুণ ফ্রি-কিকে ফের গোল পান অন্যতম সেরা এই ফুটবলার। এই জয়ে লিগে পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এলো ইউনাইটেড।
খুব ভালো পজিশনে থেকে প্রথম গোলটি পান সহজ প্লেসিং শটে। কর্নার থেকে ক্ষিপ্র হেডে আসে দ্বিতীয় গোল। দল যখন পয়েন্ট হারানোর শঙ্কায় চোখ ধাঁধানো এক ফ্রি-কিকে হ্যাটট্রিক করে বসেন পর্তুগিজ মহাতারকা।
ধারালো আক্রমণের ফলশ্রুতিতে খেলার সপ্তম মিনিটেই গোল পায় স্বাগতিকরা। ডান প্রান্ত থেকে এন্থনি এলেঙ্গার পাস ফাঁকায় পেয়ে সহজ শটে গোল পান রোনালদো।
গোল পেয়ে আরও ধার বাড়ে ইউনাইটেডের। পাল্টা আক্রমণেও যাচ্ছিল নরউইচ। গতিময় ফুটবলের দেখায় খেলার বাড়ে সৌন্দর্য। ৩২ মিনিটে অ্যালেক্স টেলেসের কর্নার থেকে লাফিয়ে ক্ষিপ্র শটে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন রোনালদো।
প্রথমার্ধের এই দুই গোল নিয়ে জেতার আভাস তৈরি হয় ইউনাইটেডের। কিন্তু বিরতির ঠিক আগে বদলে যায় খেলা। ৪৫ মিনিটে কিরান ডাওয়েলের গোলে ব্যবধান কমায় নরউইচ।
বিরতির থেকে ফিরে সপ্তম মিনিটেই ইউনাইটেড রক্ষণের ভুলে আরেক গোল পেয়ে যায় অতিথিরা। দলকে সমতায় আনেন টিমু পক্কি।
পয়েন্ট হারানোর শঙ্কা তখন ঝেঁকে বসেছে স্বাগতিক শিবিরে। বারবার সুযোগ নষ্ট হওয়া আর রক্ষণের ভুল চিন্তা বাড়াচ্ছিল তাদের। ৭৬ মিনিটে সকল চিন্তা দূর করে দেন দলের সেরা তারকা। অনেকদিন পর ফ্রি-কিক থেকে দেখার মতো এক গোল পান রোনালদো।
Comments