নতুন চ্যালেঞ্জের খোঁজে লেভানদোভস্কি!

দুই দিন আগেও জোড়া গোল করে বায়ার্ন মিউনিখকে সুপার কাপ জিতিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। এরই মধ্যেই উঠেছে নতুন গুঞ্জন উঠেছে বায়ার্ন ছাড়তে চান এ তারকা। এমন সংবাদই প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস।

২০১৪ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন লেভানদোভস্কি। গত সাত বছরে ক্লাবটির হয়ে ব্যালন ডি'অর ছাড়া এমন কোনো শিরোপা কিংবা ট্রফি নেই যেটা তিনি জিততে পারেননি। ব্যালন ডি'অর জয়ের স্বাদটাও পেতে পারতেন গত মৌসুমে। অবিশ্বাস্য পারফরম্যান্স করে সব ট্রফিই জিতেছিলেন। কিন্তু দুর্ভাগ্য তার, করোনাভাইরাসের কারণে সে বছর ব্যালন ডি'অর দেয়নি ফ্রান্স ফুটবল।

আর জার্মান ক্লাবটির হয়ে এতো এতো সাফল্য পাওয়ার পর হয়তো এক ঘেয়েমিতে ভুগছেন লেভা। এছাড়া টানা ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে অনেক ফুটবলারই আগ্রহী হন দল ছাড়তে। লেভাও হয়তো এমনটাই ভাবছেন।

স্কাই স্পোর্টসের সংবাদ অনুযায়ী, এবার নতুন চ্যালেঞ্জ নিতে চান লেভানদোভস্কি। যে কারণে বায়ার্ন ছাড়তে আগ্রহী তিনি। বাভারিয়ানদের হয়ে এখন পর্যন্ত মোট ১৭টি ট্রফি জিতেছেন এ পোলিশ তারকা। নতুন মৌসুমের শুরুতেই সুপার কাপ ঘরে তুলতে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি।

বায়ার্নের সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি রয়েছে লেভার। কিন্তু আগেই দল ছাড়তে চাইছেন ৩২ বছর বয়সী এ তারকা। অবশ্য আগামীকাল শনিবারই (২১ আগস্ট) ৩৩ বছরে পা রাখবেন এ তারকা স্ট্রাইকার। বয়সটাও বাড়ছে। নতুন চ্যালেঞ্জ নিতে চাইলে এটাই সেরা সময় বলে মনে করেন তিনি।

সংবাদ অনুযায়ী, লেভার চাওয়া মেনেও নিয়েছে বায়ার্ন। বর্ষসেরা এ ফুটবলারের জন্য ১০০ মিলিয়ন পাউন্ড দাম ধার্য করে দিয়েছে ক্লাবটি। তাতে আগ্রহী হয়ে উঠতে পারে ইউরোপের যে কোন ক্লাবই।

বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি তার দিকে নজর দিতে পারে। এমন গুঞ্জনও রয়েছে দল বদলের বাজারে। চলতি মৌসুমে একজন প্রতিষ্ঠিত স্ট্রাইকার হন্যে হয়ে খুঁজছে দলটি। টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইনকে পেতে প্রায় সম পরিমাণ মূল্যের প্রস্তাবও দিয়েছে তারা। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে স্পার্স। কে জানে, হয়তো লেভাই হতে পারেন দলটির মূল নম্বর নাইন।

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

38m ago