রেকর্ড গড়ার দিনে রামোসকে স্মরণ মার্সেলোর
ছন্দ হারিয়ে একাদশে এখন আর নিয়মিত নন মার্সেলো। তবে আগের দিন এস্পানিওলের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ হয় তার। নামলেন অধিনায়ক হিসেবেই। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এনে দিলেন বড় জয়। তাই শিরোপা উল্লাসে মাতে তার দল। অধিনায়ক হিসেবে প্রথম শিরোপা জিতলেন এ ব্রাজিলিয়ান। গড়ে ফেলেন নতুন রেকর্ডও। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটা এখন তারই। আর শিরোপা উদযাপনের এদিনে সাবেক অধিনায়ক সের্জিও রামোসকে মনে করালেন এ তারকা।
সান্তিয়াগো ব্যার্নাব্যুতে শনিবার এস্পানিওলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েই লা লিগার ৩৫তম শিরোপা নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ। আর মার্সেলো জিতে নেন নিজের ২৪তম শিরোপা। যা রিয়ালের হয়ে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়ের রেকর্ড। এর আগে এতদিন সাবেক তারকা পাকো হেন্তোর সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন তিনি। এদিন হেন্তোকে ছাড়িয়ে রেকর্ডটি এককভাবে নিজের করে নেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
দলে থাকলে এদিন মার্সেলোর আরও কাছে চলে আসতেন সাবেক অধিনায়ক রামোস। তার শিরোপা সংখ্যা ২২টি। এদিন জিতলে হতো ২৩টি। তবে শিরোপা উল্লাসের এদিনে সাবেক এ তারকাকে ঠিকই মনে করালেন মার্সেলো। অধিনায়ক হিসেবে এর আগে যে প্রথা মানতেন রামোস, তা এদিন পূরণ করেন তিনি। ম্যাচ শেষে বার্নাব্যুতে দাঁড়িয়ে অভিবাদন পেয়েছিলেন। এরপর দেবীর উপর পতাকা এবং স্কার্ফ রাখার দায়িত্বে ছিলেন তিনি।
রামোসের দায়িত্বটা পালন করে কিছুটা আবেগি হয়ে পড়েন মার্সেলো, 'এটা দারুণ একটা ব্যাপার। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক ব্যাপারটি করতে পেরে খুবই ভালো লাগছে। আমি সের্জিও রামোসকে ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে একবার সেখানে নিয়ে গিয়েছিলেন। এটি ভক্তদের জন্য, আমরা দুই বছর আগে লা লিগা জিতেছিলাম কিন্তু তখন আমরা উদযাপন করতে পারিনি। সমর্থকদের সঙ্গে উদযাপন করা দারুণ ব্যাপার, পার্টিটি তাদের। একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় আনন্দ, ঘরের মাঠে ভক্তদের সাথে উদযাপন করা... এটা পরম আনন্দদায়ক।'
২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। তবে চলতি মৌসুমই হতে যাচ্ছে রিয়ালের জার্সিতে তার শেষ মৌসুম। দল ছাড়লে হয়তো তার রেকর্ডটি ভেঙে দিতে পারেন বেনজেমা। রিয়ালের হয়ে ২১টি শিরোপা জিতেছেন তিনি। ২১টি শিরোপা জিতেছেন মানেলো সানচেজও। তবে অনেক আগেই খেলা ছেড়েছেন তিনি। বর্তমান খেলোয়াড়দের মধ্যে ১৯টি করে শিরোপা জিতে বেনজেমার পর আছেন লুকা মদ্রিচ আর নাচো ফার্নান্দেজ।
Comments