নরউইচের জালে ৫ গোল দিয়ে জয়ে ফিরল ম্যান সিটি

ছবি: টুইটার

টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে মৌসুম শুরু করা ম্যানচেস্টার সিটি নিজেদের দ্বিতীয় ম্যাচে পেল জয়ের দিশা। একপেশে লড়াইয়ে নরউইচ সিটিকে বিধ্বস্ত করল ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা।

শনিবার রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-০ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রতিপক্ষ গোলরক্ষক টিম ক্রুলের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর সিটিজেনদের হয়ে একে একে নিশানা ভেদ করেন জ্যাক গ্রিলিশ, আইমেরিক লাপোর্ত, রহিম স্টার্লিং ও রিয়াদ মাহরেজ। নিজে জালের দেখা না পেলেও সতীর্থদের দুটি গোলে অবদান রাখেন গ্যাব্রিয়েল জেসুস।

বল দখলে বরাবরের মতো আধিপত্য ছিল স্বাগতিকদের। ৬৭ শতাংশ সময়ে বল পায়ে রাখে তারা। গোলমুখে ১৬টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখে চারটি। প্রতিটিই পৌঁছায় জালে। অন্যদিকে, অসহায় নরউইচ কেবল একটি শট নিতে পারে। সেটাও লক্ষ্যে ছিল না।

সপ্তম মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি। ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুসের শট বিপদমুক্ত করতে চেয়েছিলেন নরউইচের অধিনায়ক গ্র্যান্ট হ্যানলি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার ব্লকে লাফিয়ে ওঠা বল ক্রুলের গায়ে লেগে গোললাইন অতিক্রম করে যায়।

লিড নিয়ে চালকের আসনে বসে পড়া ম্যান সিটি ১৬তম মিনিটে ফের বল জালে পাঠায়। কিন্তু আক্রমণে ওঠার সময় বার্নার্দো সিলভা নরউইচের মিলট রাশিকাকে ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে ফেরান তোরেসের গোলটি বাতিল করেন রেফারি।

ছয় মিনিট পর নতুন ক্লাবের হয়ে প্রথমবারের মতো গোলের উল্লাস করেন ইংলিশ মিডফিল্ডার গ্রিলিশ। ডান প্রান্ত থেকে ডি-বক্সে ক্রস ফেলেন জেসুস। তা বিপদমুক্ত করতে ব্যর্থ হয় সফরকারীদের রক্ষণভাগ। নিয়ন্ত্রণে না থাকলেও প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় গ্রিলিশের পায়ে লেগে বল জালে জড়ায়।

বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে জেসুসের শট লক্ষ্যে থাকেনি। তবে নয় মিনিট পরই জয় প্রায় নিশ্চিত করে ফেলে ম্যান সিটি। ইলকাই গুন্দোয়ানের কর্নারের পর জটলার মধ্যে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ডিফেন্ডার লাপোর্ত।

৭১তম মিনিটে নরউইচের দুর্দশা বাড়ান বদলি নামা ইংলিশ ফরোয়ার্ড স্টার্লিং। জেসুসের কাট-ব্যাকে ফাঁকা জালে বল পাঠাতে ভুল করেননি তিনি। ৮৪তম মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরেক বদলি মাহরেজ। রুবেন দিয়াসের উঁচু করে বাড়ানো নজরকাড়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে ক্রুলকে পরাস্ত করেন তিনি।

এই জয়ে গোল ব্যবধানে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে ম্যান সিটি। দুই ম্যাচে তাদের অর্জন ৩ পয়েন্ট। পয়েন্টের খাতা খুলতে না পারা নরউইচ সিটি আছে তলানিতে। দুই ম্যাচে তারা হজম করেছে আট গোল। আগের ম্যাচে নিজেদের মাঠে লিভারপুলের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা।

Comments

The Daily Star  | English

BNP struggles to rein in the rogues

Over the past 11 months, 349 incidents of political violence took place across the country, BNP and its affiliated organisations were linked to 323 of these

10h ago