পিএসজিকে আশা দেখালেও ফ্রান্সেই চোখ জিদানের

zinedine zidane
ছবি: রয়টার্স

জিনেদিন জিদানের পিএসজির কোচ হওয়ার খবরে সয়লাব ছিল আন্তর্জাতিক গণমাধ্যম। সেসব গুঞ্জনে সম্প্রতি জল ঢেলে দেন ক্লাবটির সভাপতি নাসের আল খেলাইফি। জিদানের সঙ্গে কোনো ধরনের আলোচনা করার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। তবে এবার জিদান নিজেই স্বদেশি দলটিকে দেখালেন আশার আলো। ভবিষ্যতে পিএসজির কোচ হওয়ার সম্ভাবনা বাতিল করে দিলেন না তিনি। কিন্তু তার লক্ষ্য যে ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া, সেটাও স্পষ্ট করলেন কিংবদন্তি সাবেক তারকা।

১৯৭২ সালের ২৩ জুন মার্সেইতে জন্ম হয়েছিল জিদানের। চলতি বছর বয়স ৫০ পূর্ণ হলো তার। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ফরাসি গণমাধ্যম লেকিপে জিদানের বিশেষ একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে পিএসজির কোচ হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তার জন্য উপযুক্ত ক্লাবের সংখ্যা একেবারে হাতেগোনা, 'কখনোই একেবারে না বলে বলে দেওয়া যায় না। কোচ হিসেবে আপনার সামনে ৫০টি ক্লাবের দুয়ার খোলা থাকে না। কেবল দুটি বা তিনটি বিকল্প থাকে।'

এরপরই ফ্রান্সের কোচের দায়িত্ব নেওয়ার তীব্র ইচ্ছা শোনা যায় জিদানের কণ্ঠে। জাতীয় দলের জার্সিতে তিনি ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন। করেছেন অধিনায়কত্ব। দলকে ২০০৬ বিশ্বকাপের ফাইনালেও তুলেছেন অধিনায়ক হিসেবে। এবারে তার চোখ কোচের পদ পেয়ে বৃত্ত পূরণ করার দিকে, 'আমি অবশ্যই ফ্রান্স জাতীয় দলের কোচ হতে চাই। আমি আশা করি, একদিন তা হতে পারব। কখন সেটা ঘটবে? তা আমি জানি না। তবে আমি ফ্রান্স দলে আমার চক্র পূরণ করতে চাই।'

ফ্রান্স দলে খেলার মুহূর্তগুলোকে নিজের জীবনের সেরা অধ্যায় মনে করেন তিনবারের ফিফা বর্ষসেরা জিদান, 'আমি ফ্রান্স দলটিকে খেলোয়াড় থাকার সময় থেকে জানি। আর সেটা আমার জীবনের সবচেয়ে সেরা অভিজ্ঞতা (বুকে হাত রেখে)। সত্যিই, এটা সর্বোচ্চ চূড়া।'

জিদানের এক সময়ের সতীর্থ দিদিয়ের দেশম এখন ফ্রান্সের কোচ। গুঞ্জন রয়েছে, আগামী কাতার বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন তিনি। এরপরই কি জিদানের কাঁধে উঠবে দায়িত্ব? তার জবাব, 'এখন যেহেতু কোচ হিসেবেও আমি বেশ অভিজ্ঞতা অর্জন করেছি, সেহতু ফ্রান্স দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারটি আমার মাথায় গেঁথে গেছে। আমি ঠিক জানি না। যদি এটা ঘটার থাকে, তাহলে অবশ্যই ঘটবে। আর না হওয়ার থাকলে হবে না। বর্তমান দলটি একটি লক্ষ্য সামনে রেখে ভালো অবস্থানে আছে। যদি সুযোগ আসে সামনে, তাহলে আমি তৈরি থাকব। তবে এটা আমার হাতে নেই। আমার তীব্র আকাঙ্ক্ষা আছে। ফ্রান্স দলের মতো সুন্দর আর কিছু নেই।'

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

49m ago