'পিএসজিতে সবাই মেসির জীবন সহজ করার চেষ্টা করছে'

নতুন শহরে মানিয়ে নেওয়াটা সহজ নয় যে কেউর জন্যই। সেখানে লিওনেল মেসির মতো অন্তর্মুখী একজন মানুষের জন্য তো বেজায় কঠিন। আর সে কঠিন কাজটা প্যারিসে ধীরে ধীরেই করে যাচ্ছেন এ আর্জেন্টাইন তারকা। তবে এরজন্য সহায়তাও ভালো পাচ্ছেন তিনি। প্যারিসে মেসির জীবন সহজ করার জন্য পিএসজির সব সদস্যই চেষ্টা করছেন বলেই জানালেন তার দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া।

অনেকটা ইচ্ছার বিরুদ্ধে চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পরিবারসহ প্যারিসে আসতে হয়েছে মেসিকে। আর্জেন্টিনা ছেড়ে স্পেনে আসার পর ২০ বছরেরও বেশি সময় ছিলেন সে শহরে। নিজে এবং পরিবারের সবাই বারসেলনাকেই আপন করে নিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই সে শহর ছেড়ে আসতে কষ্ট হয়েছে তার।

তবে প্যারিসে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার জন্য মেসি তার সতীর্থ সবার সাহায্য পাচ্ছেন বলে জানান দি মারিয়া, 'আমরা তাকে তার বাড়িতে পরিবারের সঙ্গে খুব খুশি দেখছি। তার ছেলেমেয়েরা স্কুলে পড়ে। প্রত্যেকেই তার জন্য জীবনকে সহজ করার জন্য সেখানে আছে। এভাবেই সে দলের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। আমি মনে করি, সে খুব দ্রুতই প্যারিসের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।'

একই সঙ্গে মেসিও সবার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে জানান দি মারিয়া, 'তার জন্য একটি বিশাল পরিবর্তন যে তাকে নতুন খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। পিএসজির দ্রুত আক্রমণাত্মক খেলার নতুন ধরণে মানিয়ে নিচ্ছে যেখানে সে বার্সেলোনা বল দখলের খেলায় অভ্যস্ত। আমরা সবকিছুর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করি এবং সেও নিশ্চিত করে যে সে আমাদের এবং সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে পারে।'

বার্সেলোনার ২০ বছরের ক্যারিয়ারে অবিশ্বাস্য ছন্দে খেলেছেন মেসি। কিন্তু পিএসজিতে যোগ দেওয়ার পর এখনও সেই চেনা ছন্দে দেখা যায়নি তাকে। নতুন ক্লাবে এখনও সংগ্রাম করতে হচ্ছে তাকে। লিগ ওয়ানে নয় ম্যাচ খেলেও এখন পর্যন্ত মাত্র একটি গোল করতে পেরেছেন তিনি।

তবে চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা সাবলীল মেসি। সবশেষ ক্লাব ব্রুজের বিপক্ষে অসাধারণ খেলেছেন তিনি। সে উদাহরণই টেনে আনলেন দি মারিয়া, 'আমার মনে হয় ক্লাব ব্রুজের বিপক্ষে শেষ ম্যাচে দেখিয়েছি যে আমরা ভালো করছি। মেসির আগমনে অনেক প্রত্যাশা থাকবে এটাই স্বাভাবিক। আমি মনে করি মানুষ সবসময় ৪-০ বা ৫-০ জয়ের প্রত্যাশা করে। ফুটবল সেরকম নয়। ফুটবল ধীরে ধীরে সব কিছুকে একত্রিত করে।'

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

2h ago