পিকে বল পেলেই 'শাকিরা শাকিরা' বলে দুয়ো সমর্থকদের

ম্যাচটা যখন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের, তখন প্রীতি ম্যাচও থাকে উত্তেজনায় ঠাসা। মাঠের লড়াইয়ে যেমন ছাড় দেননি দুই দলের খেলোয়াড়রা। তেমনি মাঠের বাইরে সমর্থকরাও মেতেছেন লড়াইয়ে। বল পেলেই রিয়াল মাদ্রিদ সমর্থকরা 'শাকিরা শাকিরা' বলে দুয়ো দিয়েছেন জেরার্দ পিকেকে।
লাস ভেগাসের এলিগেইন্ট স্টেডিয়ামে রোববার প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। উত্তেজনায় পূর্ণ ম্যাচের প্রথমার্ধেই জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
এদিন অবশ্য বার্সেলোনার প্রথম একাদশে ছিলেন না পিকে। দ্বিতীয়ার্ধের শুরুতে এরিক গার্সিয়ার পরিবর্তে মাঠে নামেন। যখন প্রথম বল পান এ ডিফেন্ডার, তখনই সমর্থকরা গেয়ে ওঠেন শাকিরা শাকিরা বলে। তবে সমর্থকরা দুয়ো দিলেও বিষয়টিতে কোনো মনোযোগ দেননি পিকে। পুরো সময়ই এড়িয়ে গেছেন।
কিছু দিন আগে কলম্বিয়ান গায়িকা শাকিরার বিচ্ছেদ হয়ে যায় পিকের। বিয়ে না করলেও তারা একত্রে ছিলেন ১২ বছর। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পিকের পরকীয়ার কারণে বিচ্ছেদ হয় তাদের।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে পরিচয় হয় পিকে ও শাকিরার। তখন থেকেই একত্রে ছিলেন তারা। এ জুটির মিলান ও সাশা নামে দুটি সন্তানও রয়েছে। তবে সংবাদ রয়েছে সন্তানের কারণে সম্প্রতি একত্রে ছুটি কাটিয়েছেন পিকে ও শাকিরা।
Comments