পেদ্রির অলিম্পিকে যাওয়া পছন্দ নয় বার্সেলোনার
স্পেনের অলিম্পিক দলে সুযোগ পেয়ে বেজায় খুশি বার্সেলোনার তরুণ তুর্কি পেদ্রি গঞ্জালেস। বৈশ্বিক এ আসরে যোগ দেওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছেন ভালোভাবেই। কিন্তু তার অলিম্পিকে খেলতে যাওয়া পছন্দ করছে না ফুটবল ক্লাব বার্সেলোনা। তাই তার টোকিওর বিমান আটকানোর যথাসাধ্য চেষ্টাও চালিয়েছে ক্লাবটি। আর তাদের আবেদন খারিজ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ রোনাল্ড কোমান।
আসন্ন অলিম্পিককে সামনে রেখে এবার বেশ শক্তিশালী দল গড়েছে স্পেন। টোকিওতে এবার স্বর্ণ চাই স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের। সদ্য শেষ হওয়ায় ইউরোর সেরা তরুণ নির্বাচিত হওয়া পেদ্রি ছাড়াও দলে আছেন উনাই সিমন, এরিক গার্সিয়া, পাউ তোরেস, মিকেল ওয়ারজাবাল, দানি ওলমোর মতো খেলোয়াড়রা। কিন্তু পেদ্রির এ দলে থাকা নিয়ে আপত্তি জানিয়েছে বার্সেলোনা।
মূলত টানা খেলার ধকলের কারণে এমনটা করছে বার্সা। সবচেয়ে বড় কথা জাতীয় দলের হয়ে কদিন আগেই ইউরোর মতো বড় একটি টুর্নামেন্টে খেলেছেন পেদ্রি। পর্যাপ্ত বিশ্রাম না পেতেই প্রায় একই মানের আরও একটি টুর্নামেন্ট অলিম্পিকে খেলা স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ ১৮ বছর বয়সী এ তরুণের জন্য। এর আগে ক্লাবের হয়েও চলতি মৌসুমে টানা খেলার মধ্যেই আছেন। ক্লাব ও জাতীয় দলের খেলা মিলিয়ে ম্যাচ সংখ্যা ৬৬টি। সামনে অলিম্পিকের হয়ে খেললে সংখ্যাটা বাড়বে আরও।
স্বাভাবিকভাবেই বিষয়টি ভালো লাগছে না বার্সার। ইনজুরি ঝুঁকি থেকে মুক্ত রেখে আগামী মৌসুমের আগে তার পর্যাপ্ত বিশ্রামও নিশ্চিত করতে চাইছে ক্লাবটি। তাই পেদ্রির অলিম্পিকে রুখতে চেষ্টা করেছে বার্সা। কিন্তু এরমধ্যেই তার আবেদন নাকচ করে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
আর আরএফইএফের এমন সিদ্ধান্তে বেজায় খেপেছেন কোচ কোমান, 'একজন খেলোয়াড়ের জন্য, একই গ্রীষ্মে দুটি টপ টায়ারের প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেক বেশি। পেপ গার্দিওলা এ নিয়ে ইতোমধ্যেই কথা বলেছে এবং আমিও তার সঙ্গে একমত।'
ঘরোয়া ফুটবল ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে টানা খেলার পর অলিম্পিকে খেলা একজন খেলোয়াড়ের জন্য বেশি হয়ে যাচ্ছে বলে মনে করেন এ ডাচ কোচ 'সে (পেদ্রি) ঘরোয়া ফুটবলের প্রায় সব ম্যাচই খেলেছে এবং সে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রতিটি মিনিটই খেলেছে। চার দিনের বিরতি না যেতেই তারা অলিম্পিকের জন্য জপান উড়াল দেবে, এটা আদর্শ নয়। এটা অতিরিক্ত।'
তবে পেদ্রির অনুভূতিও বোঝেন কোমান, 'এটা আমার ব্যক্তিগত মতামত, আমার মতে অলিম্পিক গেমস এথলেটিক্স এবং অন্যান্য খেলা, কিন্তু এটা ফুটবল নয়। আমি এমনটাই ভাবি। আমি জানি খেলোয়াড়রা এখানে খেলার জন্য মরিয়া হয়ে থাকে, কিন্তু আমাদের এবারের সূচি অনেক ঠাসা।'
অলিম্পিকে এবার 'সি' গ্রুপে খেলবে স্পেন। যেখানে তাদের সঙ্গী অস্ট্রেলিয়া, মিশর ও আর্জেন্টিনা। আগামী ২২ জুলাই মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্পেনের অলিম্পিক মিশন।
Comments