প্যারাগুয়ের সঙ্গে ড্র করেও খুশি আর্জেন্টাইন কোচ

ম্যাচের প্রথম ১২ মিনিটেই অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সে সময়ে তো দূরের কথা পুরো ম্যাচেও জালের দেখা মিলেনি দলটির। ফলে আরও একটি ড্র মেনেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। কিন্তু তারপরও প্যারাগুয়ের বিপক্ষে এদিন ড্র করেও খুশি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

প্যারাগুয়ের মাঠে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার দারুণ কিছু সুযোগ নস্যাৎ করে দেন প্রতিপক্ষ ডিফেন্ডার ও গোলরক্ষক অ্যান্থনি সিলভা। তবে সুযোগ ছিল স্বাগতিকদেরও। তাদের জয়ে বাধা হয়ে দাঁড়ান আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তবে ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের নিয়ন্ত্রণ রেখে খেলে আর্জেন্টিনা। ৭০ শতাংশ সময় বল ছিল তাদের দখলেই। মোট ১৪টি শট নেয় দলটি। যার ৮টি লক্ষ্যে রেখেও গোল পায়নি তারা। অন্যদিকে ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে প্যারাগুয়ে। প্রথমার্ধে অবশ্য বেশ পিছিয়ে ছিল তারা। এ অর্ধে মাত্র ২টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখে দলটি।

ম্যাচ শেষে সন্তুষ্টির কথাই বলেছেন আর্জেন্টাইন কোচ, 'প্রথমার্ধের প্রায় পুরোটাই ছিল আমাদের, দ্বিতীয়ার্ধে কিছুটা সমান থাকলেও ম্যাচে আমরা আধিপত্য বিস্তার করেই খেলেছি। বাছাইপর্ব কঠিন এবং (খেলোয়াড়রা) জানে যে প্যারাগুয়ে এবং বিভিন্ন জায়গায় খেলতে আসা কতটা কঠিন। তাই আমাদের অনুভূতি ভালো এবং আমরা শান্ত রয়েছি। আমাদের গোল করা উচিৎ ছিল, বিশেষ করে এমন ম্যাচে যেখানে আমরা স্পষ্ট প্রাধান্য বিস্তার করেছি।'

নিজেদের খেলার ধরণেও দারুণ খুশি এ কোচ, 'গুরুত্বপূর্ণ বিষয় হলো দল আক্রমণ কমিয়ে দেয়নি। তারা চেষ্টা করেছে, প্যারাগুয়ে আমাদের একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছিল, তবে আমরা আধিপত্য ধরে রেখেছিলাম। খুব কঠিন প্রতিপক্ষ, আমাদের আক্রমণের ধারার জন্য তারা তাদের খেলার ধরণে পরিবর্তন আনে... প্রতিদ্বন্দ্বীরা ভিন্নভাবে খেলেছে, তারা আর্জেন্টিনাকে হারাতে চেয়েছিল এবং যা হতে থাকবে তাতে আপনাকে অভ্যস্ত হতে হবে।'

আর অ্যাওয়ে ম্যাচ সবসময়ই কঠিন জানিয়ে বলেন, 'প্যারাগুয়ে সবার জন্যই অস্বস্তিকর। আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। দল যদি একটি গোল নিয়ে বিরতিতে যেত, তাহলে ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি অনুকূল হতে পারতো। দুর্ভাগ্যবশত সেটা হয়নি, কিন্তু আমরা সবসময়ই চেষ্টা করেছি।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

6h ago