প্রিমিয়ার লিগে 'সেঞ্চুরি' করতে রোনালদোর চাই এক গোল

ছবি: এএফপি

সদ্যোজাত সন্তান হারানো ক্রিস্তিয়ানো রোনালদো ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে। গত সোমবার ভূমিষ্ঠ হওয়া যমজ সন্তানের মধ্যে ছেলেটি মারা যাওয়ায় পরদিন স্বাভাবিকভাবেই লিভারপুলের বিপক্ষে খেলেননি তিনি। শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠেও ফিরতে যাচ্ছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে ম্যান ইউনাইটেড ও আর্সেনাল। এই ম্যাচে গোল করতে পারলে ৩৭ বছর বয়সী রোনালদোর নাম উঠবে অভিজাত এক তালিকায়। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে দুই দফায় এখন পর্যন্ত মোট ৯৯ গোল করেছেন তিনি। প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি পূরণ করতে আর মাত্র এক গোল চাই তার। আর্সেনালের বিপক্ষেই তিনি এই মাইলফলক স্পর্শ করবেন, এমন বাজি ধরার লোকের অভাব হওয়ার কথা নয়। প্রিমিয়ার লিগে গানারদের বিপক্ষে চার গোল করেছেন তিনি।

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম দফায় ইউনাইটেডে খেলে ১৯৬ ম্যাচে ৮৪ গোল করেছিলেন রোনালদো। চলতি মৌসুমের শুরুতে জুভেন্তাস ছেড়ে আবার প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটিতে ফিরে আসেন তিনি। এখন পর্যন্ত ২৬ ম্যাচে তার নামের পাশে রয়েছে ১৫ গোল।

আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে রোনালদোর মাঠে ফেরার বিষয়ে ম্যান ইউনাইটেডের কোচ রালফ রাংনিক বলেছেন, 'ক্রিস্তিয়ানো আমাদের সঙ্গে অনুশীলন করেছে এবং সে আবারও ম্যাচ খেলতে প্রস্তুত।'

৩৩ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে আছে ম্যান ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। অর্থাৎ আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রাখতে আর্সেনালের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইউনাইটেডের।

উল্লেখ্য, ম্যানচেস্টারের একটি হাসপাতালে মেয়ে সন্তান সুস্থভাবে জন্মগ্রহণ করলেও মারা যায় রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ছেলেটি। আশার খবর হলো, মেয়েটি ভালো আছে। সদ্যোজাত মেয়ের সঙ্গে পরবর্তীতে পুরো পরিবারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করেন রোনালদো। সেখানে তিনি লিখেন, 'জিও (জর্জিনা) আর আমাদের ছোট্ট মেয়ে আমাদের সঙ্গে ঘরে ফিরেছে।'

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

10h ago