ফিফার সদস্য ২১১, বাংলাদেশ নামতে নামতে ১৯২ নম্বরে

ছবি: বাফুফে

ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৮৬তম অবস্থানে থেকে ২০২২ সাল শুরু করেছিল বাংলাদেশ। বছরের ছয় মাস না যেতেই তারা নামতে নামতে পৌঁছে গেছে ১৯২ নম্বরে। গত মার্চের র‍্যাঙ্কিংয়ের চেয়ে আরও চার ধাপ পিছিয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

গত সপ্তাহে শেষ হওয়া আন্তর্জাতিক সূচির পর বৃহস্পতিবার সদস্য ২১১ দেশের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এবারের র‍্যাঙ্কিং অনুসারে, বাংলাদেশের সামনে আছে ১৯১ দেশ এবং পেছনে আছে কেবল ১৯ দেশ। অর্থাৎ র‍্যাঙ্কিংয়ের তলানির দিকেই অবস্থান লাল-সবুজ জার্সিধারীদের। গত ফেব্রুয়ারিতে ১৮৬তম স্থান ধরে রাখলেও মার্চে তারা নেমে গিয়েছিল ১৮৮ নম্বরে। এবারের র‍্যাঙ্কিংয়ে আরও অবনমন হয়েছে।

চলতি মাসে মোট চারটি ম্যাচ খেলে বাংলাদেশ। শুরুটা হয়েছিল আশা জাগানিয়া। ইন্দোনেশিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল তারা। কিন্তু পরে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপের বাছাইপর্বের তিন ম্যাচের সবকটিতে হেরে যান জামাল ভূঁইয়া-আনিসুর রহমান জিকোরা।

বাহরাইনের বিপক্ষে বাছাইয়ের প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। পরের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে এক পর্যায়ে জয়ের স্বপ্ন বুনতে শুরু করলেও হার মানতে হয় ২-১ গোলে। তবে শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে হতাশ করে তারা।

দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার উপরে থাকা ভারতের র‍্যাঙ্কিং ১০৪। মালদ্বীপ রয়েছে ১৫৬ নম্বরে। এরপর নেপাল ১৭৬ ও ভুটান ১৮৬ নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের পেছনে থাকা পাকিস্তানের র‍্যাঙ্কিং ১৯৬। কেবল দক্ষিণ এশিয়া নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) দেশগুলোর মধ্যে সবার নিচে থাকা শ্রীলঙ্কা আছে ২০৭ নম্বরে।

Comments

The Daily Star  | English

Sohag’s murder exposes a society numbed by fear and brutality

It was a murder that stunned the nation, not only for its barbarity, but for what it revealed about the society we have become.

30m ago