'ফের একসঙ্গে,' মেসিকে নিয়ে নেইমার

লিওনেল মেসি তাহলে পিএসজিতেই যাচ্ছেন? বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের অবসানের পর নতুন ঠিকানা হিসেবে তিনি বেছে নিচ্ছেন ফরাসি ক্লাবটিকে? পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার যে বার্তা দিয়েছেন, তাতে আর কোনো সংশয় থাকার কথা নয়!
মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে মেসির সঙ্গে বার্সেলোনায় খেলার সময়ের ভিডিও ক্লিপস শেয়ার করে নেইমার লিখেছেন, 'ফের একসঙ্গে।'
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমানোর আগে চার বছর বার্সেলোনায় খেলেছিলেন নেইমার। তখন থেকেই মেসির সঙ্গে তার গভীর বন্ধুত্ব। গত কয়েক বছরে বেশ কয়েক দফা তাদের পুনর্মিলনের গুঞ্জন শোনা গেছে। তবে নেইমারের স্প্যানিশ ক্লাব বার্সার ফেরার জল্পনা-কল্পনা থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি। বরং এবার রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসি নাম লেখাচ্ছেন পিএসজিতে।
ইতোমধ্যে স্পেনের বার্সেলোনা থেকে ফ্রান্সের প্যারিসে গিয়ে পৌঁছেছেন মেসি। স্ত্রী, তিন সন্তান ও বাবা সঙ্গী হয়েছেন আর্জেন্টাইন তারকার। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, পিএসজির সঙ্গে ইতোমধ্যে সমঝোতায় পৌঁছেছেন তিনি। চুক্তির আনুষ্ঠানিকতা কেবল সময়ের ব্যাপার। মেসির বাবাও বার্সেলোনা বিমানবন্দরে তার ছেলের পিএসজিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিকদের কাছে।
উল্লেখ্য, ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রয়েছে। তবে পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।
Comments