বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে ফিরছেন মরিনহো

রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে প্রতি মৌসুমেই বার্সেলোনার মাঠে যেতে হতো জোসে মরিনহোকে। পর্তুগিজ এই কোচ এখন আছেন ইতালিয়ান ক্লাব এএস রোমার দায়িত্বে। বর্তমান শিষ্যদের নিয়ে ক্যাম্প ন্যুতে ফিরতে যাচ্ছেন তিনি। আগামী মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচ হোয়ান গাম্পার ট্রফিতে লড়বে বার্সা ও রোমা।
গাম্পার ছিলেন স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনার প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক ফুটবলার ও সভাপতি। তাকে শ্রদ্ধা জানাতে তার নামানুসারে নতুন মৌসুমের আগে একটি ম্যাচ আয়োজন করে থাকে দলটি। এবার গাম্পার ট্রফির ৫৭তম আসর মাঠে গড়াতে যাচ্ছে। বুধবার এক বিবৃতিতে প্রতিপক্ষের নাম ও দিনক্ষণ নিশ্চিত করেছে কাতালানরা।
গত বছরের মতো এবারও বার্সেলোনার ছেলে ও মেয়েদের দল অংশ নেবে গাম্পার ট্রফিতে। আগামী ৬ অগাস্ট উভয়েরই প্রতিপক্ষ রোমা। মেয়েদের ম্যাচটি মাঠে গড়াবে স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটায়। এরপর ছেলেদের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত নয়টায়।
গাম্পার ট্রফিতে এর আগেও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রোমা। ২০১৫ সালের ওই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল স্বাগতিকরা। তাদের পক্ষে জালের ঠিকানা খুঁজে পেয়েছিলেন লিওনেল মেসি, নেইমার ও ইভান রাকিতিচ। এই তিন ফুটবলারের কেউই এখন আর নেই ক্যাম্প ন্যুতে নেই। মেসি ও নেইমার আছেন পিএসজিতে, রাকিতিচ খেলছেন সেভিয়ায়।
গত মৌসুমের সিরি আতে ষষ্ঠ স্থান লাভ করে রোমা। তবে দলটিকে প্রথমবারের মতো আয়োজিত উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের শিরোপা জেতান মরিনহো। অন্যদিকে, লা লিগায় দ্বিতীয় হওয়া বার্সেলোনার কাটায় শিরোপাহীন মৌসুম।
বার্সার সঙ্গে মরিনহোর অনেক পুরনো সম্পর্ক রয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ক্লাবটির সহকারী কোচের পদে ছিলেন তিনি। তবে পরবর্তীতে রিয়াল মাদ্রিদকে কোচিং করানোর সময় বার্সেলোনার ভক্ত-সমর্থকদের চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত লস ব্লাঙ্কোসদের দায়িত্বে ছিলেন তিনি।
Comments