বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন আরাহো
অনেক দিন থেকেই চলছিল গুঞ্জনটা। তবে নতুন চুক্তি হয়েও যেন হচ্ছিল না। শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন ডিফেন্ডার রোনালদ আরাহো। ২০১৬ সাল পর্যন্ত কাতালান ক্লাবের হয়েই খেলবেন এ উরুগুয়ের এ ডিফেন্ডার।
মূলত বেতন নিয়ে বনিবনা না হওয়ায় আরাহোর চুক্তি নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে কয়েক দফা আলোচনার পর তাকে বোঝাতে সক্ষম হয়েছে বার্সেলোনার পরিচালনা পর্ষদ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
তবে ঠিক কতো বেতনে তিনি ক্লাবে রাজী হয়েছেন তা জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনের সংবাদ অনুযায়ী, বার্ষিক ৫০ লাখ ইউরো বেতনে চুক্তি নবায়ন করছেন আরাহো। আর নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের জুন পর্যন্ত বার্সেলোনাতে থাকছেন আরাহো। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে এক বিলিয়ন ইউরো।
২০১৮ সালে উরুগুইয়ান ক্লাব বোস্টন রিভার থেকে বার্সায় যোগ দেন আরাহো। সে বছরের অক্টোবরে সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয় তার। গত দুই বছর ধরে প্রায় নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। বিশেষকরে জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর দলে তার গুরুত্ব আরও বেড়ে যায়।
জাভির ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যতম প্রধান সদস্য এ সেন্টার ব্যাক। তাই আরাহো চুক্তি নবায়ন করতে অনিচ্ছা প্রকাশ করলে তাকে বোঝান এ কোচও। শেষ পর্যন্ত দুই পক্ষ সম্মতিতে পৌঁছায়। জাভির অধীনে বার্সেলোনার জার্সিতে এই মৌসুমে ৩৪টি ম্যাচ খেলেছেন এ ডিফেন্ডার।
Comments