বার্সেলোনার সঙ্গে ফের বন্ধন ছিন্ন হচ্ছে আলভেসের

গত বছরের নভেম্বরে বার্সেলোনার সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তিবদ্ধ হন দানি আলভেস। তবে নিয়মকানুনের গ্যাঁড়াকলে পড়ে চলতি বছরের জানুয়ারির আগে ক্যাম্প ন্যুর দলটির জার্সিতে নামা হয়নি তার। এই অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে অবশ্য চুক্তি নবায়ন করছে না কাতালানরা। ফলে এই মাসের শেষে বর্তমান চুক্তির ইতি ঘটতেই বার্সা ছেড়ে যাচ্ছেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিদায়ের ঘোষণা দিয়েছেন আলভেস। ৩৯ বছর বয়সী এই তারকা আবেগঘন বার্তায় লিখেছেন, 'প্রিয় কিউলস (বার্সা সমর্থকরা), বিদায় বলার সময় সত্যিই চলে এসেছে। (দুই মেয়াদে) ৮ বছরেরও বেশি সময় আমি এই ক্লাবের প্রতি, এই জার্সির প্রতি ও এই মাঠের প্রতি দায়বদ্ধ ছিলাম। কিন্তু জীবনে সবকিছুর মতো সময় বয়ে গেলে পথ আলাদা হয়ে যায় এবং অন্য কোথাও নতুন কিছু গল্প লিখতে হয়। আর সেটাই ঘটেছে।'

প্রথম দফায় ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় ছিলেন আলভেস। এরপর তিনি খেলেন পিএসজি ও সাও পাওলোর মতো ক্লাবে। গত বছরের শেষদিকে জাভি হার্নান্দেজ ক্যাম্প ন্যুতে কোচ হয়ে আসার পর ফ্রি ট্রান্সফারে তাকে ফিরিয়ে আনা হয়। তার সঙ্গে চুক্তি করা হয়েছিল মৌসুমের বাকি সময়ের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আরও এক মৌসুম বার্সায় থাকতে চেয়েছিলেন আলভেস। তবে এই রাইটব্যাকের প্রতি আগ্রহ দেখায়নি ক্লাবটি।

আলভেস আরও লিখেছেন, 'ফুটবল ও জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকে, যারা সেগুলোকে সম্মানের জায়গায় রাখে। আর অনেক বছর পেরিয়ে যাওয়ার পর আমার এখানে (বার্সেলোনায়) ফেরার একটি সুযোগ মেলে, যাতে আমি বিদায় বলতে পারি। কিন্তু পর্দার পেছনে থাকা সবাইকে, যারা আমাদেরকে পরিপূর্ণ (খেলোয়াড়) বানাতে ভূমিকা রেখেছে, তাদেরকে বিদায় বলার আগ পর্যন্ত আমি বলতে পারি না যে আমি বিদায় নিচ্ছি। তাদের প্রতি বলছি: ধন্যবাদ।'

এবারের অধ্যায়ে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচ খেলেন আলভেস। এর মধ্যে লা লিগায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৪ ম্যাচে নিজে ১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান ৩ গোল। প্রথম দফায় সবমিলিয়ে ৩৯১ ম্যাচে ২১ গোল করেছিলেন আলভেস। সেসময় বার্সার জার্সিতে ছয়টি লা লিগা ও তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একগাদা শিরোপা জিতেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English
Amir Khasru Mahmud Chowdhury

People didn't sacrifice to give responsibilities to any 'Great Man': Amir Khasru

"Whichever government is elected by votes will be accountable to the people"

1h ago