বেনজেমা একজন পরিপূর্ণ খেলোয়াড়: আনচেলত্তি

ছবি: টুইটার

করিম বেনজেমাকে কেবল ফরোয়ার্ড বা স্ট্রাইকার বলা হলে কম বলা হয়। এমনটাই মনে করেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ কার্লো আনচেলত্তি। তার দৃষ্টিতে বেনজেমা একজন পরিপূর্ণ খেলোয়াড়।

শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ২০২১-২২ মৌসুমে উড়ন্ত সূচনা পেয়েছে রিয়াল। তারা দুর্বল আলাভেসের মাঠে জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। ম্যাচের সবগুলো গোলই হয় বিরতির পর।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের লাগাম মুঠোয় নেয় রিয়াল। ৪৮তম মিনিটে অচলাবস্থা ভাঙেন ফরাসি তারকা বেনজেমা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নাচো ফার্নান্দেজ। ৬২তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান বেনজেমা।

আলাভেস ব্যবধান কমায় ৬৫তম মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন হোসেলু। ম্যাচের শেষ মুহূর্তে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। জালের ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়ুস জুনিয়র।

দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই জয় দেখলেন আনচেলত্তি। পরে সংবাদ সম্মেলনে তিনি আলাদাভাবে প্রশংসা করেন জোড়া গোল করা বেনজেমার, 'তাকে কেবল ফরোয়ার্ড বলা হলে তার প্রতি সঠিক মূল্যায়ন করা হয় না। সে একজন পরিপূর্ণ খেলোয়াড়। তার ব্যক্তিত্বও অসাধারণ।'

রিয়ালে প্রথম মেয়াদে যে বেনজেমাকে দেখেছিলেন আনচেলত্তি, তার সঙ্গে এখনকার বেনজেমার বিস্তর ফারাক খুঁজে পেয়েছেন তিনি, 'ছয় বছর আগে আমি যে খেলোয়াড়কে চিনতাম তার তুলনায় সে অনেক বেশি পরিপক্ব। সে আরও ব্যক্তিত্বসম্পন্ন হয়েছে।'

গোটা দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে আনচেলত্তি বলেন, 'প্রথমার্ধে বল পায়ে এবং বল ছাড়া দুই ক্ষেত্রেই আমরা খুব ধীরগতির ছিলাম। আমরা আরও ভালো করতে পারতাম। তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি আমরা।'

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

1h ago